মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত; ফলালে ফলতো সোনা
আমি হেঁটে যাই সেই পথ ধরে
যে পথ গিয়ে মিশে তোমার বাড়ীর দ্বারে
তোমার পায়ের স্পর্শে ধন্য যে পথের ধূলি
সেই ধুলা মেখে সেই পথে আমি অবিরাম হেঁটে চলি
পথের বুক মাড়িয়ে তোমার হেঁটে যাওয়া
হেঁটে যেতে যেতে আমারো সেই পথ হতে চাওয়া
আমি হেঁটে যাই
তুমিও চলো সাথে
কি আসে যায়
দিন কিংবা রাতে
চাঁদনী রাত হোক বা মুগ্ধ ভোর হোক
দিনের যে কোন প্রহর হোক
যে কোন শহরে, যে কোন সফরে
আমি হেঁটে ফিরি তোমারই পথের ডোরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।