আমাদের কথা খুঁজে নিন

   

স্বেচ্ছাসেবক দরকার

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

আমরা একটি নতুন প্রোগ্রাম শুরু করবো। জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য এটি করা হবে। আপাতত প্ল্যানিং লেভেলে আছে।

তবে, মাসখানেকের মধ্যে হয়তো প্রথম প্রোগ্রাম করা যাবে। ঢাকার বাইরে কোন জেলায় হয়তো ২ বা ৩ দিনের এটি হবে। আমরা ওদের সঙ্গে হাতে কলমে কাজ করবো আবার শিক্ষকদের সঙ্গেও কাজ করবো যাতে ওনারা নিজেরা কিছু নতুন এক্সপেরিমেন্ট করেন। আমাদের একটি পুরাতন প্রোগ্রামও আছে। গণিত নিয়ে।

কয়েকজন গণিত শিক্ষককে নিয়ে। ওনাদেরকে আমরা প্রয়োজনীয় রসদ (বই ইত্যাদি) দেবো। ওনারা নিজের এলাকায় শিক্ষার্থীদের অলিম্পিয়াডের সমস্যা করাবেন। আমাদের স্বেচ্ছাসেবক নিজে সেখানে গিয়ে শিক্ষার্থীর সঙ্গে সময় কাটাবে। আমরা কয়েকজন মিলে কয়েকটি স্কুলে গণিতের প্যারালাল ক্লাস নিবো।

মাসে ১ বা ২ দিন। সেদিন সিলেবাসের বাইরে শিক্ষার্থীরা অঙ্ক করবে। ঢাকায় দুইটি প্যারালাল ম্যাথ স্কুল চালানো হবে, প্রাইমারি লেভেলের জন্য সংখ্যা নিয়ে একটা আর ৬ষ্ঠ থেকে ৮ম এর জন্য জ্যামিতি বিষয়ক একটা। নিয়মিত সুডোকু কর্মশালা করা হবে। এই সব কাজের জন্য আমাদের ভলান্টিয়ার লাগবে।

গণিত ও বিজ্ঞানের প্রতি ভালবাসা প্রথম যোগ্যতা। তবে, একমাত্র যোগ্যতা নয়। নিচের বিষয়গুলো মাথায় রেখে আগ্রহ প্রকাশ করা যাবে- ১. প্ল্যানিং পর্যায়ে সময় দিতে হবে, ২. গোছানো হতে হবে, ৩. কেবল মুখ চললে হবে না, ভাল হাতও চালাতে জানতে হবে (জুডো নয়)। ৪. একাগ্রতা ও নিষ্ঠাও লাগবে। যদি মিলে তাহলে আমাদের আগ্রহের কথা জানানো যাবে - এই ঠিকানায়।

সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.