কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা গোয়েন্দা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই সুযোগে ছিনতাইয়ের অভিযোগে আটক এক ব্যক্তি ওই গাড়ি থেকে পালিয়ে যায়। আজ সোমবার বেলা একটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা পৌনে একটার দিকে কুষ্টিয়া শহরের সাদ্দামবাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে আকবর আলী নামের এক ব্যক্তিকে ছুরিসহ আটক করে। গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য সাময়িকভাবে ব্যবহারের জন্য নেওয়া মাইক্রোবাসে করে আকবর আলীকে নিয়ে থানায় যাচ্ছিলেন।
বেলা একটার দিকে মজমপুর ট্রাফিক মোড়ে পৌঁছালে ৫০-৬০ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁদের গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির চারপাশের কাচ ভেঙে যায়। এলোপাতাড়ি মারধরে গাড়ির চালকও আহত হন। এ সময় সুযোগ বুঝে আকবর আলী পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক দোকানি বলেন, এ সময় ঘটনাস্থলে ট্রাফিক পুলিশসহ ১০-১২ জন পুলিশ-সদস্য ছিলেন।
মাইক্রোবাসের ভেতরও পুলিশের সদস্যরা ছিলেন।
গাড়ির চালক সাদ্দাম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ১০ দিন আগে মাইক্রোবাসটি কুষ্টিয়া পুলিশ লাইনে নেওয়া হয় পুলিশের সাময়িক ব্যবহারের জন্য। আজ দুপুরে এক আসামিকে ধরে গাড়িতে নিয়ে পুলিশ থানায় যাচ্ছিল। মজমপুর ট্রাফিক মোড়ে ৫০-৬০ জন লোক তাঁকে (চালক সাদ্দাম হোসেন) মারধর ও গাড়ি ভাঙচুর করে।
গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন প্রথম আলো ডটকমকে জানান, সাদ্দামবাজার এলাকায় আকবর আলীকে আটক করে থানায় পাঠানোর উদ্দেশ্যে ওই গাড়িতে উঠিয়ে তিনি বাসায় ফিরে যান।
পরে শুনতে পান মজমপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন প্রথম আলো ডটকমকে জানান, আকবর আলীর বিরুদ্ধে ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা করার অভিযোগ রয়েছে। আকবর ছিনতাইকারী দলেরও সক্রিয় সদস্য। তাকে আটকের পর থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িটি মজমপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় সেখানে স্বেচ্ছাসেবক লীগের মিছিল হচ্ছিল।
ওই মিছিলে আকবর আলীর এক আত্মীয় রবিন তাকে দেখে গাড়িতে হামলা চালিয়ে আকবরকে ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান বলেন, ‘মিছিলের ভেতর থেকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারছি না। ’ গাড়িতে হামলাকারীরা স্বেচ্ছাসেবক লীগের কেউ নয় বলে তিনি দাবি করেন।
(প্রথম আলো) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।