আমাদের কথা খুঁজে নিন

   

স্বেচ্ছাসেবক প্রয়োজন

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লিনাক্স অনুরাগীদের একটি সংঘ যারা বাংলাদেশে ওপেনসোর্স ও লিনাক্স প্রচারের জন্য কাজ করে যাচ্ছে। তবে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বিএলইউএ তাদের স্বেচ্ছাসেবকদের কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছে যাতে যার যে বিষয়ে অভিজ্ঞতা আছে কাজ করতে পারেন। দলগুলোর মধ্যে রয়েছে: ১) ডকুমেন্টেশন দল দায়িত্ব: বিভিন্ন ব্লগ/সাইটে অথবা লিফলেটের জন্য বিভিন্ন লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক টিউটোরিয়াল, খবর লেখা ২) অনুবাদক দল দায়িত্ব: বিভিন্ন খবর বা বিভিন্ন প্রজেক্টের লেখা/টিউটোরিয়াল অথবা কোন সফটওয়্যার বাংলায় রূপান্তর ৩) গ্রাফিক্স দল দায়িত্ব: বিভিন্ন পোস্টার, লিফলেট, হ্যান্ডআউট, লেখা, প্রস্পেক্টাসের ডিজাইন তৈরি ৪) সাপোর্ট দল দায়িত্ব: বিভিন্ন ফোরাম, সাইট, মেইলিং লিস্ট, আইআরসিতে সাপোর্ট প্রদান সেই সাথে অফলাইন সাপোর্ট নিশ্চিত করা ৫) মার্কেটিং ও ফিল্ড টিম দায়িত্ব: বিভিন্ন স্থানকে কয়েকটি বেসে ভাগ করে লিনাক্স/ওপেনসোর্স বিষয়ক মেটারিয়াল (যেমন সিডি/ডিভিডি, লিফলেট, টিউটোরিয়াল, মার্কেন্ডাইজ) বিতরণ, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা, স্পন্সার সংগ্রহ, পোস্টার/লিফলেট ছাপানো ইত্যাদি দেখবে। ৬) ডেভেলপমেন্ট দল দায়িত্ব: ওয়েব সাইট ম্যানেজমেন্ট ও rbl প্রজেক্ট দেখবে। যদি কেউ উল্লেখিত কোন দলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তাহলে অনুগ্রহপূর্বক জানাবেন এতে স্বেচ্ছাসেবকদের এক স্থানে আনা যাবে এবং কাজে সমন্বয়ের মাধ্যমে গতি আনা সম্ভব হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.