আফসোস হে শহুরে ছেলে
মোহাম্মদ ফরিদ উদ্দিন
আফসোস হে শহুরে ছেলে ! তোমরা কি দেখেছো
দস্যি ছেলেদের উলঙ্গদেহে নদীর জলে ঝাপ দেয়া ;
তোমরা কি উপভোগ করেছো , শান্ত নদীতে গ্রাম্য বধুর -
বারবার আঁচল টেনে বক্ষ লুকিয়ে স্নান করা ;
তোমরা কি কখনো আমেজ পেয়েছো
মাতাল নদির বুকে বাঁশের ভেলায় ভাঁসার ;;
তোমরা কি দেখেছো, ক্লান্ত পরিশ্রান্ত দেহে
অক্লান্ত ভাবে হেঁটে হেঁটে মাঝি মাল্লার গু্ন টানা ;
তোমরা কি বলতে পারো নদীর সাথে এদেশের
জেলেদের কত গভীর মিতালী ;
তোমরা কি শুনেছো কখনো, মাঝির মুখ
নৌকা বাইতে বাইতে ভাটিয়ালী গান ;;
তোমরা কি স্পর্শ পেয়েছো কখনো, নদী কূলের
সাদা স্নিগ্ধ কাশ ফুলের ;
তোমরা কি ভেজা মাটির ঘ্রান নিয়ছো, দু'চোখ বন্ধ করে
দীর্ঘ নি:শ্বাসে তৃপ্তি মিটিয়ে ;
হ্যাঁ, আজ বড়ই আফসোস হয় তোমাদের জন্যে
হে শহুরে ছেলে !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।