মুক্ত স্বাধীনতায় উড়তে চাই। আমি বিজয় দেখতে চাই। মুক্ত মনে বাঁচতে চাই........
গিয়েছিলাম চরে
থাকলাম শুধু ঘরে-
এ আবার কেমন চর ?
সবই দেখি বাড়ি-ঘর!
কোনটায় কম তাহার?
দালান-কোঠার আছে বাহার ।
সারি সারি ঝাউ-বন
দেখতে দেখতে জুড়ায় মন।
সবুজ ঘেরা বন বনানী
এযে এক রূপের রানী ।
মানুষগুলো বড্ড ভালো
কেউবা সাদা কেউবা কালো ।
সবাই সবার আপনজন
নেই কাহারো কলূষ-মন ।
বড়য় ছোটয় সালাম-আদর
পরস্পরে করে কদর ।
ছোট ছোট সোনামনি
দুষ্টুমিতে শিরোমনি ।
হাট-বাজারের কমতি নেই
প্রয়োজনের ঘাটতি নেই ।
এ যেন এক গ্রাম্য শহর-
নামটা তাহার সুবর্ণচর । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।