আমাদের কথা খুঁজে নিন

   

শহুরে জীবনের গান

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)
বড় দেরি করে জন্মেছি বড় অস্থির সময়ে, মুহূর্তে হুট করে বদলে যাচ্ছে মানচিত্র, রাজাধিপতিরা অনায়াসে পাল্টে দিচ্ছে ভবিষ্যৎ। প্রেমের জলে জমেছে শ্যাওলা-পানা, টুপ করে ঢিল ফেললেই নিস্তরিত জলে ওঠে ক্ষণিক তোলপাড়, ক্ষণিক মন্থনজাত সুখ। রোদ-বৃষ্টি ঋতুরা ফেরে রেলগাড়ির মত মসৃণ, পিছলে যায় দিন, ব্যস্ত বিকেলে কাজের চাপ, সন্ধ্যার ক্লান্তি - ঘরের টান। শুকিয়ে যাওয়া ঘামের দাগে তেলচিটে পোকার শৈশব কাটে ধুয়ে মুছে সাফ হবার আগে। আনন্দদায়ী গানের সুর তবু গুনগুনিয়ে ভাঁজে ও-পাড়ার বাউন্ডুলে হতচ্ছাড়া- ভ্রূ-ভঙ্গিতে উপেক্ষা জড়িয়ে চলে যায় তপ্ত-যৌবন, হায়! এসবই নিয়মিত পুনরাবৃত্তি, হৃদয়ে যার জায়গা নেই পৃথিবীর বাইরেও থাকবে তার চিহ্ন পরিষ্কার! *** ১৯.০৭.০৮
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।