আমাদের কথা খুঁজে নিন

   

শহুরে জানালায়...।

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। রক্তিম সৃর্য ঊঠে, ডুবে যায় মলিনতায়, প্রশ্ন জাগে মনে, আবার হারায় দেয়ালিক বিশালতায়। শহুরে জানালায় ঊঁকি দিয়ে দেখি নাগরিক কোলাহল, নবজাতকের মত মাথা তুলে কংক্রিটের জঞ্জাল। কেন..? ধোঁয়াটে জীবন খুঁজে ফিরে বেঁচে থাকার শত ভাষা, কেন..? নিয়ন আলোয় ফোটে ফুল ফোটে কোন আশা। হঠাৎ কোন পথের মাঝে মরীচিকা খেলা করে, তবুও জীবন ছুটে চলে হারানো প্রিয়ার ছলনাতে। কেন এ প্রহসন..? অস্তিত্বের নির্বাসন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।