আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেনটাইনস্‌ কাব্যঃ ভালবাসা তাকেই বলে

দেশকে ভালবাসি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। রাজাকারবিহীন বাংলাদেশ দেখতে চাই।

ভালবাসা তাকেই বলে চোখের আড়াল একটু হলে সবই বুঝি যায় বিফলে শূণ্য এ জীবন অনুভবে বুকের মাঝে বিরহে তার কান্না বাজে উদাসী মন সকাল সাঁঝে একলা সারাক্ষণ ভালবাসা তাকেই বলে অদেখা টান মনের মিলে একের সুখে অন্যে দোলে নিত্য আয়োজন যোজন দূরের সুপ্ত আশা মনের মাঝে পাঠায় ভাষা একলা ঘরে দেয় ভরসা একান্ত আপন ভালবাসা তাকেই বলে ভোরের আলোয় দু'চোখ মেলে পাখির ডানায় আকাশ নীলে অনিন্দ্য স্বপন মুগ্ধ চোখে চেয়ে থাকা অপলকে ছবি আঁকা অন্য মাঝে আপন দেখা নন্দিত ভূবন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।