এটা আমার রাজত্ব
পড়ন্ত বিকেলের নিভু নিভু আলোয়
তোমায় যখন প্রথম দেখেছিলাম এলো চুলে
হাত বোলাতে
তখনি ভাল বেসে ফেলেছিলাম তোমায়।
তোমার অজান্তে...
তুমি জানতে পারনি।
সকালের সোনা রোদে ব্যাস্ত রাস্তায়
তোমায় যখন হাস্যজ্জ্বল দেখেছিলাম
নিজের মাঝে
তোমার জন্য রাজ্য গড়েছিলাম।
তোমার অজান্তে...
তুমি জানতে পারনি।
রাতের চাঁদনী আলোয় নৃত্যরতা
তোমায় যখন আনন্দিত দেখেছিলাম।
তোমার মাঝে
হারিয়ে গিয়েছিলাম
তোমার অজান্তে...
তুমি জানতে পারনি।
সেদিন বিকেলে তোমায়
যখন দেখলাম এক যুবকের সাথে।
বুঝলাম তুমি নও আমার,
তাই নিজেই সরে গেলাম।
তোমার অজান্তে...
তুমি জানতে পারনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।