বাঁশি বাজাতে জানো?রাখাল সাঁজতে?
অথবা অথৈ জলের থেকে তুলে নিতে পারো থোক থোক ঢেউ ?
বিপদগ্রস্ত রাখালকে উদ্ধার করার মতো কোন মন্ত্র জানা আছে তোমার ?
ষড়যণ্ত্র মানে কী জানো ?
ছটি তার ছিড়ে গেলে তানহরা বিধবা গিটার গিলে খায় শব্দের জগৎ
ভগবৎ পাঠে মন্দিরা জুড়ি নেই । -
জুড়ে দাও মনের সাথে সাজেদার গৃহদ্বার । ভুল করে
অ ভাবে মেলাতে যেও না পশ্চিমের
ঠোটে ঠোট । দন্তের গোপনিয়তা রাখে জিহ্বার তাবৎ খবর ।
খাইবার সেই রমণীর কথা মনে আছে ।
মনে আছে তার সার্কাসে কে যেন দর্শক হয়ে দেখেছিলো সারারাত অদৃশ্যকলা ।
অতপর তাঁকে দিয়েই সমাপ্ত হয়েছিলো দৃশ্যের অর্ধেক ইতিহাস ।
বাকি অর্ধেক এখন তোমার বুকের মধ্যখানে প্রকাশিত ।
সাক্ষি গোপালও আছে আশে পাশে ।
ঘুমিয়ে পড়ার মানে কী জানো ?
না ফেরার ইঙ্গিত দিয়ে নিথর হয় চোখ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।