গণনা শিখে গেলেই কথা বলতে পারবে । গল্প বলতে পারবে । নাম বলতে পারবে। নামতার তালে তালে তলে
গিয়ে দেখে আসতে পারবে আসাম দেশের শ্যামবর্ণ। শীতল পাতাল পুরী ।
গণনা শিখে গেলেই গোল হবে পৃথিবী । পৃথক দুটি ভূমি ।
ভূমি কার এই প্রশ্ন তখন অর্থহীন হবে।
গণনার ভেতর সকলেই থাকে, তুমিও।
গণনা শিখে গেলেই তোমার গাওয়া গান ঘুম পারাবে।
গণনা শিখে গেলেই তুমি গণ থেকে ভিন হবে।
গণনা শেখা তুমি আমার পাখি হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।