কলমের বীর্যে কোন বীজ ভূত হবে জানে না পাতাল
ফেনা ও ফ্বানায় কোন মুখ বিমূখ হবে বোঝে না চাতাল ।
কতটুকু জলে হয় জ্বালা জ্ঞাত নয় মা ও তাল
এ বছর শীতে বিস্মৃত হয়ে আসবে অক্ষর হারা শাওতাল ।
নিন্মগামী নদীর জানুতে আসন হবে হবে ঝান
নদেরা জীবিত থেকে মৃত মৃত জীবিত এটাই স্বপ্রমাণ ।
শ্যাম না কূল এই দুই ভাগই ভগজাত
কলম ও কালামের অভেদ দাহ তোমারই ঘুমের স্বপ্নস্নাত ।
ক্ষমা ও ক্ষমতার ধারায় ধরে আছে আলাপ বিমোহিত
মানুষই অমানুষ নবী কবি কালি আমি ধুলা চিরায়ত ।
যাওয়া মানে যাযাবর হয়ে যাওয়ায় কোন জংগল নেই
মঙ্গল গ্রহ গপ্পের ছলে হারিয়ে ফেলেছে দন্ড ও অন্ডের খেই ।
সাম তুমি কোন যোগের কারনে হলে অন্ত
এখনো তোমার জন্মই হলো না তবে রাখলো কারা নাম সামন্ত ?
আমিতো জীব যার অভাবই সর্ব্ব অন্তে থাকা
ছোঁয়ার ভুবনে না থেকে থাকো তুমি চাঁদ হয়ে হয়ে হাল বাকা ।
চরিত্র বদল করি কোদালের কোঁপে কোঁপে নতুন সুরত হবে কাল
তোমার ফেরৎ আসা না হয় যেন একা এই বঙ্গের কোন কূলহারা গোপাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।