পঁচে গেছে নব্বই,যেভাবে নীল আকাশে আকাশে পঁচে।
আমাদের ভাবের ভেতর আসন বাঁধা হাজার হাজার হাছা মিছা না।
কলা বৌ হয়ে এলে রসনা বিলাস বাড়ে
তাতে কী, রসও তো না হবে বারুদসন্ধ্যায়।
বন্ধ্যা নদীর সাথে সজ্জা পেতেছে মোহ
না জানার অপরাধে হত্যাপ্রবন মৎসপুরান।
ওপারে কে আছে জানে জলের আকাশ
সাঁকোর উপরে দাঁড়ানো কঙ্কাল খোঁজে আপন শরীর।
বসন্তের আগেই বাঁশরীর দেহে এলো লজ্জার কাঁপন
বপন করেছে বীজ তিলে তিলে তালহারা দোতারায়।
নিজের ভেতর নিয়ে গেছে জল নীলনদ
বাহিরে জ্বীভ বের হওয়ার অপরাধে আমি হই রাধা।
পানিশূন্য হলে নদী পাবে সবটুকু জমির যৌবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।