আমাদের কথা খুঁজে নিন

   

বানরে বা নরে সিরিজের কবিতা : সাতাশি



যমকে না করে যে সৌন্দর্য দাঁড়াবে আমার পক্ষে মনে রেখ রেখাপাত করে ভেসে যাওয়া উজান শৈশব । হারানো বেদনা আবার ফিরে এলো বিলবোর্ডে নীল দর্শনে ঢেকে যায় দেকার্তের প্রিয় চশমা । বেদকে না করি যতো ততো বেশি বুমেরাঙ করুনা সকল বরুনার চোখের পর্দায় ঢেকে আছে সামুদ্রিক বিনিময় । ঝরে পড়া পাতার থেকে রস নিয়ে দীর্ঘায়ূ পেল নির্ঝর বায়ূও দূষিত হলো গোপন পাপড়ীর প্রজণনে। যাবতীয় অতীতের ভেতর তরী ভাসানোর প্রয়োজনে লাই দেই তোমার কান্না ।

ফেরারীরা ফিরে আসে গৃহের কালে কব্জিতে সব্জির সাফাই । রাতকে ভাগ করে নিলে আমি চাই বরাবর দন্ত দুঠোটের মাঝে বিছানা পেতে ছানা নিয়ে কাটাবো জীবন জীবন্ত । বাক্যহীন কথার দিন যাবো আমি যার শরীর কপাটে পাঠহীন রবে না কোন দৃশ্য অদৃশ্য নখের খুনসুটি । মুক্তি রয়ে যায় লাগোয়া ঘরের বারান্দায় টানা ওড়নায় বৃক্ষের শাখা প্রশাখায় তখন জিকির তোলে স্থির ইতিহাস । ঘীরে রাখে ঘরভরা মানুষের থেকে উভয়ের প্রেরিত প্রার্থনা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.