কবে আমি বৃক্ষে থাকতাম , কবে আমি পাতা দিয়ে লজ্জা ঢাকতাম বলতে পারো ? প্রিয়তমা কবে থেকে তোমার আচল দিয়ে নিজেকে ঢাকতে ঢাকতে মানুষ হয়ে উঠলাম ?
শাখা মৃগের ইতিহাস কী আমাদের অন্তর থেকে উড়ে এখন অতিথি পাখি হয়েছে ? কলিজার ভেতর থেকে বাঘের শক্তি লোপ পেয়ে কিভাবে আবার শকুন হওয়ার পথে হাঁটছে !
আমাকে বলতে হবে এই কথা । আমাকে তোমার জানান দিতে হবে কবে তুমি জানাজার পাঠ চুকিয়ে মানুষকে অমানুষ হবার মক্তবে ভর্তি করলে ?
তোমার শাহাদাত আঙুলের হেলনিতে কেন পলাশ বৃক্ষে ফুটে উঠলো বকরের কুরসিনামা ? ফারুকের রক্তস্রোতে কেন প্লাবিত এই শুকনো মৌশুম ? সমস্ত অপরাধ কেন আমার নসিবে টাঙিয়ে দিয়ে তুমি ফোরাত কুলে দাড়িয়ে নিজের ইতিহাস লেখ ?
মনে কি পড়ে না তোমার এই মানুষকে সেজদা না করার অপরাধে প্রশংসিত ফেরেস্তাকে করেছিলে অপবিত্র নমরুদ । তারই অধীন যদি চলে যায় মসজিদ দ্বার , তবে তোমার পাহারাদ্বার হিসেবে কে আর থাকে এই দোজাহানে?
আমাদের লাগাও আবার তোমার সর্ব্বোচ্চ প্রশংসার কিনারে । পদধুলি আঁকা অক্ষরে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।