কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..
চলে যাওয়া 'সশব্দ' হলে ফিরে আসা 'নিঃশব্দ' হতে নেই-
চলে যাওয়া 'আবেগ-অশ্রুপূর্ণ' হলে
ফিরে আসা 'আনন্দ-অশ্রুবিহীণ' হতে নেই-
তুমি ফিরে আসছো জানা থাকলে
একটি মেঘের পালকে ভেসে সারারাত
আমার আনন্দঅশ্রু সব
আকাশে ভাসাতাম-
তুমি ফিরে আসছো জানা থাকলে
অজস্র ফুলের তোড়ায়
থর থর সাজিয়ে রাখতাম
তোমার ফেরার সব পথ-
তুমি ফিরে আসছো জানা থাকলে
একটি পাখীর কাছে মিনতি জানাতাম-
জীবনের সবচেয়ে সেরা সুন্দর গানটিই আজ শোনাও সুকণ্ঠী-
নিশ্চয়ই তুমি জানো ! মনটা কী প্রবল এক নিমিষেই
'ভাল' হয়ে গেল আজ!
তুমি ফিরে আসছো জানা থাকলে
খুব যত্ন করে সাজিয়ে রাখতাম সেই কবিতার খাতা
যেখানে তোমার না থাকা দিনগুলো
ফুটে আছে কষ্টে, নীরবতায়।
.............................................................
‘ফিরে আসা নিঃশব্দ হতে নেই’ লেখা হয়েছিল ২০০৬ সালে। কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে কবিতাটি রিপোষ্ট করা হল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।