আমাদের কথা খুঁজে নিন

   

মনের অজান্তে সুরক্ষিত এক গভীরতম ভালোবাসা

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

মানুষ তার দুর্বলতাকে সুরক্ষিত কোন এক মনি কোঠায় ফেলে রাখে। যদি সেই দুর্বলতায় কেউ কখনো আঘাত করে তার পরিণাম হয় ভয়াবহ। তার কাছে বয়স স্থান কাল কোন কিছুর পরোয়া করে না। মানুষমাত্রেই দুর্বলতায় প্রায় সবাই কাবু হয়ে আছে। প্রকাশের মাত্রা ভিন্ন আঙ্গিকে ভিন্ন রুপ পেতে পারে।

যদি পেয়ে যাই কেউ মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাই না। কাজে লাগানোর তাগিদ অনুভব করি। কেউ যদি হোন আমার মতো বেহায়া ব্লগার তাহলে তো কথাই নেই। অপরপ্রান্তে পাথর ঘেটে পানি বের করার মতো অবস্থা। যখন নিশ্চিত হলাম তুমিই সেই, পুরো ব্লগিং পাওয়ার থ্রো করা হলো।

আর যাই হোক নিশ্চত হওয়া গেল । সময় এর কারণে আমি পারভুত। ২০বছর আগে হলে জয় ছিল সুনিশ্চিত। যতই আল্লাহর দোহাই, বাচ্চার দোহাই দেয়া হোক না কেন। ভালোবাসা সচল হচ্ছিল।

সে এক অপরিণামদর্শি ঘৃণিত ভালোবাসায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.