মহাজোট সরকার ক্ষমতা আসার পর শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রলীগের গ্রুপিং এর কারনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এছাড়া গনহারে দখলদারিত্ব,টেন্ডারবাজি,চাঁদাবাজী কারনে দেশের শীর্ষস্থাণীয় একটি জাতীয় দৈনিক মন্তব্য প্রতিবেদনে আ'লীগ এর ছাত্রসংগঠন ছাত্রলীগকে সামলাতে আ'লীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রীর উদেশ্য করে মন্তব্য প্রতিবেদন পেশ করে। তাতে শেখহাসিনার টনক না নড়া একই পত্রিকায় আবারও মন্তব্য প্রতিবেদনে বরেল প্রধানমন্ত্রী ছাত্রলীগ কে সামলাতে পারেন নি"। প্রিয় পাঠক ভাইয়েরা এর পাশাপাশি ছাত্রলীগের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রশিবিরের সংঘর্ষ হয় । এসকল ঘটনায় একাধিক ছাত্র ফ্রান হারায়।
সর্বশেষ রাবিতে ছাত্রলীগ কর্মী ফাবুক হোসেন ছাত্রশিবিরের হামলয় নিহত হয়। দেশের অন্যতম ও প্রধান বিরোধীদল বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল কোন অবস্থান না থাকায় ছাত্রলীগের সাথে ছাত্রশিবিরের এর সংঘর্ষ হচ্ছে। এতে শধু ছাত্রলীগের নয় শিবিরও সংঘর্ষের জন্য কম দায়ী নয়। ছাতলীগ নিয়ে পত্রিকায় মন্তব্য প্রতিবেদন পেশ হয়েছে। কিন্তু শিবির নিয়ে হয়নি।
তাই ব্লগে মন্তব্য প্রতিবেদনে উক্ত সংগঠনের সমর্থিত সংঘঠনের আমির মাওলা মতিউর রহমান নিজামীর প্রতি অনুরোধ আপনি ছাত্রশিবিরকে সামলান। না হলে পাঠক ভাইয়েরা আপনারা সময় দেন আবার মন্তব্য প্রতিবেদনে লিখতে চাই নিজামী ছাত্রশিবিরকে সামলাতে পরিননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।