আমাদের কথা খুঁজে নিন

   

আমরা যেইসব সফটওয়্যার ব্যাবহার করি,তার অরজিনাল দাম শুনলে অনেকেই হার্ট অ্যাটাক করতে পারেন তাই,এই পোস্ট দুর্বল চিত্তের ব্যক্তিদের জন্য নহে

বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা। প্রথমেই আমাদের সবার প্রিয় উইন্ডোজ ৭ Ultimate (64 বিট) শুধু মাত্র ১৮৫০০/= টেকা । আমরা এইসব দামি পন্য ডিভিডি আকারে বাজারে ঘাট হতে ৫০/৬০ টাকায় ক্রয় করে থাকি। যারা কিনছেন তারা একটু দূরে গিয়া বসেন।

আর, যারা কিনেন নাই তারা সাথে থাকেন। এবার উইন্ডোজ ৭ প্রফেসনাল ৩২ বিট এবং ৬৪ বিট দাম মাত্র ১১৫০০/= থেকে ১১২০০/= টাকা । দাম দেখছেন ...মনে হয় বিল গেটসরে **** যাই হোক এবার আসেন...... উইন্ডোজ ৮ এ... নয়া জিনিস...। সবারই ইউজ করতে মন চায় । তবে অবশ্যই ফ্রীতে।

বেশি না । মাত্র ১১০০০/= থেকে ১৩০০০/= টাকা দাম। ইহাও আমরা ৫০/৬০ টাকায় ক্রয় করিয়া থাকি। দোকানদার আমার বন্ধু মানুষ ,তাই ২৫/= টাকায় দিছে। উনি আমারে এই বলে আশ্বস্ত করেছিলেন যে "আমার কোনই লস হয়নাই" ।

মজাটা বুঝেন!! এরা, , পার ডিভিডি থেকে ৫০% এর উপর লাভ করে। যদি এরা উইন্ডোজ এর মালিক হইতো তাইলে যে কি হইতো। আল্লাহই জানে!!! এইবার আসি মাইক্রোসফট অফিস এ>> মাইক্রোসফট অফিস 2010। প্রায় আমরা সবাই ইউজ করছি। এক্ষন অবশ্য মাইক্রোসফট অফিস 2013 ইউজ করি ।

প্রথমেই দামটা দেখেন!!! মাত্র ৩০০০০/= টাকা। হয়তো ,আর বলে দিতে হবে না . যে..... এটা আমরা কতো টাকা খরচ করে কিনি?ভাইডি , , ,আমার কম্পুর দামই তো এইডার কাছাকাছি.........এইডা কিনমু ক্যামনে!!!!!আর বুঝতে হবে """সব সম্ভবের দেশ বাংলাদেশ" তাই,এখানে এইডা ৩টা শুন্য কইমা দাম ৩০/=টাকা হইছে। আর যাদের হাইস্পিড ইন্টারনেট কানেকশন আছে তারা গুগল মামার সহায়তায় ৫ মিনিটে লিঙ্ক পাইয়া যায়। । আর্‌ টরেন্ট হইলে তো কোন কথাই নাই!!!!! আচ্ছা, এইবার আসি অ্যান্টিভাইরাসের কথায়>>>>>>>>> ভাইরাস নিয়া কিছু কথা বলি> -ভাইরাস কি? ঊত্তরঃএকটি ক্ষতিকর প্রোগ্রাম? -তাইলে এইসব প্রোগ্রামের নাম ডেঞ্জারাস প্রোগ্রাম বা সিরিয়াস প্রোগ্রাম জাতীয় কিছু হয়নাই কেন?এটার নাম বায়োলজির সহায়তায় নেয়া হল কেনো? -এই ধরনের কিছুই না...এটার নাম ডেঞ্জারাস প্রোগ্রাম বা সিরিয়াস প্রোগ্রাম জাতীয়ই রাখা হয়েছে।

ভাইরাস মানে হল> (Vital Information’s & Resources are Under Seize) সংক্ষেপে VIRUS । মানে (প্রয়োজনীয় তথ্য ও সম্পদ বাজেয়াপ্ত) এখন যৌক্তিক মনে হচ্ছে তো। অ্যান্টিভাইরাসের আচ্ছা,প্রথমেই ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস এ......... এই অ্যান্টিভাইরাসের দাম ৬৭০/= আর ইন্টারনেট সিকিউরিটি ৯০০/= । দাম খুব বেশি না। তয় ,এই বান্দা এত টাকা লস করার বান্দা না!(আসলে, এতো টাকা খরচ করতে মন চায় না) আমি ট্রায়াল ভার্সন ডাউনলোড কইরা... keygen ডাউনলোডে বিশ্বাসী ।

এছাড়া , টরেন্ট আছে কি করতে? এইবার নরটন>> দাম কিঞ্চিত কম। ইহা,আমার সবচেয়ে প্রিয় অ্যান্টিভাইরাস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অসাধারন। আর , ক্যাসপারস্কির চেয়ে ক্র্যাক করা অনেক সহজ। কামে কাজেও অনেক ভালা পাই ।

তবে আমার মতে সিরিয়াস ভাইরাস এর ক্ষেত্রে "বিট ডিফেন্ডার " আর "ক্যাসপারস্কি" ই সেরা । তবে সাধারন ইউজেস এর জন্য নরটনই সেরা । আর থাকে এ.ভি.জি । আমার কাছে এইডারে একটা জলজ্যান্ত কৌতুক বলে মনে হয়। পুরাই আকাইম্মা একটা অ্যান্টিভাইরাস।

এইগুলা সবগুলোই । বিডিস্টল থেকে নেয়া। স্ক্রীনশট গুলো কয়েকদিন আগে থেকেই নিয়ে রাখছিলাম। -------------------------------------------------------------------- যাই হোক , আমরা এইগুলা প্রায় বিনাপয়সায় ইউজ করি। কিন্তু এটা কি করা উচিৎ? হয়ত্‌ আমার চেয়ে আপনারাই বেশি জানেন।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.