!!!
হাড় থেকে বেরিয়ে এসেছে শরীরের বিমূর্ত কঙ্কাল;
এখানে ভূগোল শাস্ত্রে পদার্থ বিদ্যার কথা বলা হচ্ছে;
অথচ মস্তিষ্ক বোঝেনা নিউরন-তত্ত্ব।
কোন কিছুরই ঠিক নেই, উষ্ণতা বেড়েছে জলবায়ুর;
আহ্নিক গতি রাখে না বার্ষিক গতির খবর;তবু সঠিক নিয়মেই আসে-যায়
চন্দ্র-গ্রহন।
এখানে কৃষ্ণ-গহ্ববরের কথা বলা হচ্ছে না কিংবা প্রথাগত কোন
ইশ্বর-তত্ত্বের কথা;ইশ্বর এখানে বিমূর্ত-দর্শন!
জোয়ার আসে ক্রমাগত ভাটা পড়ে না কখনো;
সেই পৃথিবীর মানচিত্র খাবে ঘুনোপোকা।
কাঠামোর বাইরেও থাকে কাঠামো;সবকিছুর উর্ধ্বে প্রমানিত হস্তরেখা।
আমার ভালো লাগে না কিছুই;
দৈনিক খবরের কাগজ অপার্থিব জীবন-যাপন।
আমি ওখানে যাবো ওখানে পাহাড় আছে; আছে পুকুর ভরা পরিশুদ্ধ-জল;
ভুলে ভরা এই ভূগোল সমীকরন প্রমান করতে পারবেনা; আমি ভালো আছি।
একটু উষ্ণতার জন্য আমি ওখানে যাবো;ওখানে পাহাড় আছে।
বি:দ্র:বিশেষ একজনকে নিয়ে লিখা-এটি একটি রূপক কবিতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।