আমাদের কথা খুঁজে নিন

   

ভেজিটেবল পোলাও খাইতে চান কে কে? (রেসিপি ব্লগ)

h

আমার ইন্দোনেশিয়ান রুমমেইট বেশ খোশ মেজাজেই আছে কিছুদিন। ল্যাব থেকে সারাদিন কাম-কাজ করে আসার পর একটু ভাল-মন্দ খেতে ইচ্ছে করে। কিন্তু রান্না করে দেয়ার কেউ নাই ( ) তাই কি আর করা! নিজেই রান্না-বান্না করি। আর এইদিকে আমার রুমমেইট (প্রাক্তন) বাবাজি তো প্রায় প্রতিদিন বাঙালী রান্না মুরগী মাসাল্লাম, চিংড়ি ভুনা, খিচুরী, বিরিয়ানী আর পোলাও খেয়ে তো দিনে দিনে আরোও অলস ও মোটা করে দিচ্ছি বলে তার অভিযোগ । এইতো সেদিন ইখওয়ান (আমার প্রাক্তন রুমমেইট)-কে বললাম চল পোলাও রান্না করি।

এদিকে হালাল চিকেনও শেষ, তাই ভাবলাম সব্জি পোলাও রাধিঁ। এদিকে আবার সে লেগে গেল ভিডিও করতে, ঠিক হ্যায়, করবি যখন কর। রান্না শেষ হতেই দেখি আবার ব্লগার জোনায়েদ ভাই-ভাবী ও বন্ধু তানিম এসে হাজির। খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বেরোলাম হাটতে, কিন্তু মাথায় চিন্তা, ভিডিও প্রকাশ পেলে ভার্সিটির বাকি দোস্তরা পিটিয়ে করবে দিস্তা, দাওয়াত না দেয়ার অপরাধে কিন্তু বিধি-বাম, ইখওয়ানটা করলো আকাম। দিলো ফেইসবুক আর ইউটিউবে আপলোড করে শুধু তাইনা, ট্যাগও করেছে ধরে ধরে।

আমিও করলাম আপনাদের সাথে শেয়ার কিসের আর! ভেজিটেবল পোলাও রান্নার। ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=VS2rpcaqtn0

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.