আমাদের কথা খুঁজে নিন

   

ভেজিটেবল সিংগারা

আমার ব্যক্তিগত ব্লগ

আগোরাতে বেশ কিছুদিন হলো ফুড কোর্ট এ্যাড হয়েছে। মোটামুটি ক্ষুধা মেটানোর জন্য ভালই। এমন না যে, কেনাকাটা করতে গিয়ে ক্ষুধা লাগলে খাবেন। অনেকে শুধু খেতেই ওখানে যান, কাঠের বেনচ আছে । হঠাৎ ক্ষুধা লাগলে বা লানচেও যেতে পারেন।

যা পাওয়া যায় (এ মুহূর্তে যা মনে পড়ছে, পিজ্জা, সিংগারা (কলিজা ও ভেজিটেবল), চকলেট ডোনাট, কেক... আর কি কি যেন। আর ভেজিটেবলে সিংগারা গুলোর সাইজ বেশ বড়। অনেকে একবারে পুরোটা খেতে পারেনা। নাহ আমার কোন সমস্যা হয় না একসাথে 2টা খেতে ভাবছেন আগোরার হয়ে কাজ করছি। আসলে তা না, যা আমার ভালো লাগে তার কথাই বলি কিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.