আমাদের কথা খুঁজে নিন

   

আমার কবিতা কেউ পড়েনা।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
সূর্য মূখীর মত মনটা আমার বারে বারে ছুটে যায় ব্লগেরী পানে কেন তাকে দাওনি সাড়া- সে যে রয়ে যায় একাকী সুপ্ত অভিমানে। ------------------------------------------------------------- তোমার জীবনের খেলা ঘরে হয়তো লিখনি আমার নাম, এখন লিখে কি হবে বলো যে নামের কেহ দেইনি দাম। তাতে আমি ওগো পায়নি কোন দুখ তবে খেলার সাথী হয়ে পেয়েছি সুখ এতেই আমার ভরেছে শূন্য বুক, কত হাসি-কত গানে -কত মধু আলাপনে কেটেছে কত মধুময় স্বপ্নের মায়াবী রাত। প্রতিটি মালাখানি তাই রেখে গেলাম, কত ফুলের ফাগুনে এসেছে সেই খেলা ঘরে এসেছে কত পাখি ডাকা বাংলা প্রভাত। তবুও যদি ওগো যাও কভু ভুলে দেখিও সেই ফেলে আসা স্মৃতির দুয়ার খুলে তোমার আকাশে চাঁদ হয়ে আমি উঠবো দুলে আমি তোমায় কথা দিলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.