...যে করে কালার চরনের আশা/ জানোনা'রে মন তাঁর কি দুর্দশা...
কবিতাপোলব্ধি ৫।
বলবোনা এ স্বাভাবিক, আবার এও বলবোনা সব অস্বাভাবিক। এইসব আমলাতন্ত্র, গনতন্ত্ররুপী ফ্যাসিবাদ, মৌলবাদ, কূপমন্ডুকতা, যুদ্ধাপরাধ ইত্যাদি বহু বিষয় কখনো নিয়তির নির্ধারিত পথের স্বাভাবিক ব্যারিকেড মনে হয়, কখনো মনে হয় চরম দুঃসহ, হাঁপিয়ে উঠি আর ভাবি আমি মধ্যবিত্ত স্বার্থপর! আজও প্রতারণার ঘেরাটোপে বন্দি আমি স্বার্থের টানে অহং প্রদোষে ভুগি কিংবা অহং দিই জলাঞ্জলি যখন যে পরিস্থিতি যা চায়! অনিশ্চয়ক সময়ের ঘের দেয়া মানসিক বৃত্তে গিলে ফেলি কখনো তোমার প্রেমের টোপ, কখনো কাঁদি, উগড়ে ফেলি। হয়তো ঘনঘোর নিলীমার নিচে কখনো তোমার চলে যাওয়া দেখি, কোন চিহ্ন না রেখেই চলে যেতে দেখি, তবু কখনো এই বৃত্তবাসি আমাতে কচকচে লাল নোট এসে গেলে বুকের বাঁ পাশ খচখচ করে উঠে, টের পাই প্রেমের টোপটি আমার গলায় আটকে থাকে, বহু বছর, হয়তো মধ্যবিত্ত সমাধির বুকে কোন মাটির সানকী হয়ে। কখনো এইসব স্বাভাবিক মনে হয়, কখনো চরম দুঃসহ...অমোঘ নিয়ম কি কোন কালে থাকতে পারে যখোন আমি সত্যিই মরে যাবো, থাকবোনা?
কবিতাপোলব্ধি ৬।
স্বেচ্ছামৈথুনের রাত কেটে গেলে কখনো শুনিনি কর্কশ কাকা বিনে পাখির কলতান, অথবা, হতে পারে এই নাগরিক সভ্যতার মুর্খতা প্রসূত কংক্রিট স্থাপনায় দিনাতিপাত আমার, অথবা, কখনো ঝাঁ রোদ্দুরে বাসন্তি বাতাস খেলে নাকো যদিও, তবুও বেঁচে থাকি বেওয়ারিশ কুকুরের খাঁটি ঘেও শব্দে কান পেতে, অথবা, লাউড মাইকের ধর্মবয়ান নাগরিক মানুষের শিক্ষিত অন্ধকারে কেটে যায় বিটুমিনরঙ্গা অসভ্য প্রলেপ।
জিরোবার জায়গা বলে এখন আর অশ্বথ্ব, বট কিংবা কদমতলা কি থাকে সভ্যতার বিষবাষ্পে গড়া উদয়াস্ত ধুধু ক্লান্তির চরাচরে? জিরোতে হলে খানিক, তবে শত শত টং দোকানীর চায়ের কাপে অস্থিরতার ফেনা--ঘর থেকে আদালত নয়তো উপাসনালয়
হয়ে--নয়তো সাবরেজিষ্ট্রি অফিস থেকে ব্যাংক বীমা হয়ে--যন্ত্রানুষঙ্গে বেঁচে থাকে অসংখ্য নাগরিক মুখের লালায়। অথচ কি দম্ভ আমার!
মগজ-মজ্জায় সভ্যতার ছোঁয়ায় আঁকি মৃত্যু তিলক, পেট্রোল-সিএনজিময় মানসিক গড়ন এবং কার্গো-কম্পুটারময় বোধ নিয়ে তবু কি করে যেনো বেঁচে থাকি, কেনো কক্ষনো পালাইনা নির্বোধ মায়ার জাল ছিঁড়ে, হয়তো পুরোনো জালে পুনরায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনায়!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।