আমাদের কথা খুঁজে নিন

   

শীতকালীন নারী




যাযাবর নারী ক্ষণিক দাঁড়াও,
যতক্ষণ না রাত্রি শেষ হচ্ছে।
আমি জানি আমি তোমার প্রেমিক নই,
আমি একটা জংশণ তোমার যাত্রা পথে।
ঠিক আছে আমি বাস করি,
একটা তুষার সন্তানের সাথে।
যখন আমি একজন যোদ্ধা ছিলাম,
এবং আমি তার জন্য যুদ্ধ করেছি প্রত্যেক মানুষের সাথে।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রাত্রি শিতলতম হচ্ছে।
সে তোমার মতই চুল সাজায়!
ব্যতিক্রম যখন সে ঘুমায়।
তারপর সে তা বুনন করে -
ধোঁয়া এবং সোনা এবং শ্বাসের তাঁতে।
এবং কেন তুমি এতো নীরব এখন,
দাঁড়িয়ে সেখানে দরজায়।
তুমি নির্ণয় করেছিলে তোমার ভ্রমণ,
অনেক আগেই এই রাজপথে আসার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।