আমাদের কথা খুঁজে নিন

   

শীতকালীন কবিতাপোলব্ধি

...যে করে কালার চরনের আশা/ জানোনা'রে মন তাঁর কি দুর্দশা...

কবিতাপোলব্ধি ১। ...পৃথিবীতে সত্তুর ভাগ জল আছে, আছে প্রশান্ত মহাসাগরের মতোন বহু সাগর, সাগরেরা ছোট হয়ে নদী হয়-নালা হয়-খাল হয়-বিল হয়-কুপ হয়-পুষ্করিনি হয়, হয় বলেই তো বাঁচোয়া, নয়তো অশ্রুজল এই বেনিয়া ব্যাঙ্কের দুনিয়ায় আর কোথায় রাখা যেতো? কবিতাপোলব্ধি ২। ...ঘুমপনা তবু জাগিয়ে রাখে আলস্যের এ শীতে, স্বপ্নের বিক্ষিপ্ত ছুটোছুটির সাথে পাল্লা দিয়ে বাড়ে ক্লান্তি, অতঃপর অস্থিরতা, হাত চালানো আর মস্তক খাটানোর ধকল নিয়ে যায় নৈরাশ্যের বাড়ি, আমিই সে বাড়ির হর্তাকর্তা অধিপতি বটে, তবু ঘুমপনা জাগিয়ে রাখে আমারে আলস্যের এ শীতে, খড়কূটো আর পিতার ক্রোধানলের আসন্নতা জিইয়ে রাখে গৃহী এবং মুসাফির-স্বভাবী স্বত্তার দ্বৈতাদ্বৈত টানাপোড়েন, এমত সংকটে মুই দিনাতিপাত করি আর ক্রমাগত অনস্তিত্তরে অস্তিত্তের ভেতর আহ্বান জানাই, আর হয়তো মরে মরে বেঁচে যাই কিংবা বেঁচে বেঁচে মরে যাই সকাল বিকাল রাত দুপুর ভোর সন্ধ্যায়... (অসমাপ্ত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।