shamseerbd@yahoo.com
বেকারত্ব বড় মধুর যদি থাকা খাওয়া নিয়া তেমন টেনশন না থাকে। সে বেকারত্বকে আরও প্রলম্বিত করার সুযোগ করে দিলেন আমার বাপ- বাবা তুমি জব নিয়া কোন টেনশন নিবানা, ইনশাআল্লাহ সময় আসলে ওটা হয়ে যাবে, তুমি চেস্টা করে যাও । আমি যেন আরও সাহস পেলাম বেকারত্ব কে আরও দীর্ঘায়িত করার, নিজের পছন্দের জব না পেলে করবইনা এমন কথা ভাবতেও দ্বিধা করিনা, সময়ের উপর আমি সবসময় আল্লাহ ভরসা !!!!
লাভের লাভ যেটা হল আমার ঘুম বিলাস নতুন মাত্রা পেল। সারারাত জেগে থাকি সারাদিন ঘুমাই। বিকালে উঠি রাত দশটা পর্যন্ত টং দোকানে আড্ডা পিটাই তারপর বাসাই ফিরি।
বেকার জীবনে আবার নতুন করে প্রেমে পড়লাম টম এন্ড জেরীর । কার্টুন নেটওয়ার্ক এ তখন রাত সাড়ে এগারটায়, দেড়টায়, সাড়ে তিনটায় আর সাড়ে ছয়টায় টম এন্ড জেরীর শো দেখাত । সাড়ে ছয়টার শো দেখে ঘুমাতে যেতাম। মাঝের সময় গুলাতে নেট ব্রাউজ । মাঝে মাঝে চ্যানেলে ক্যারাম নাটক আর মুন্না ভাই এম বি বি এস দেখাত জি সিনেমায়।
এই দুটাও যে কতবার দেখছি !!!!
নেটে বসে বসে কিছু হালকা পাতলা পড়ালেখার যে ট্রাই করিনা তা না, পছন্দের জব এর জন্য সে রিলেটেড কিছু ডকুমেন্ট পড়ি, আর যে অভ্যাসটা তৈরি হল তা হচ্ছে মোটামুটি সব গুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করন রাতেই পড়ে ফেলা । পড়তে পড়তে একদিন প্রথম আলোর আইটি পাতায় একটা নিউজ দেখলাম : প্রথম বাংলা ব্লগ সাইট সামহ্যোয়ারইন চালু । রাত তিনটা হবে তখন মনে হয়। পেজ ওপেন করলাম।
সাথে অভ্যাস বশতঃ গুগলে একটা সার্চ দিলাম ব্লগ মানে কি জানতে চেয়ে।
সন্তোসজনক কিছু পেলাম না। দেখা শুরু করলাম সামু। প্রথম কোন পোস্টটা পড়েছি মনে নাই। তবে প্রথম দিনের পর যেটা মনে হল ব্লগ মানে হচ্ছে ইচ্ছা মতন লেখার খাতা। কত রকমের সে লেখা, যার যা ইচ্ছা লিখে ফেলছে।
রেজিষ্ট্রেশন করে ফেললাম।
প্রথম দিকে ব্লগ কে আবিস্কার করলাম একটা যুদ্ধক্ষেত্র রূপে। আস্তিক - নাস্তিক, মুক্তিযুদ্ধ-রাজাকার, জামাত-শিবির। আমার বেকার জীবনে নতুন প্রেম এসে গেল। একটার পর একটা পোস্ট পড়ে যায়, বাংলা লিখতে পারিনা তাই কিছু বলতেও পারিনা, মাউস দিয়ে আর কতক্ষন লেখা যায় ।
তবুও আমি পড়ি, অনেক অজানা জানা হয়............নেশা পেয়ে যায়। নতুন এক তথ্য ভান্ডার এই ব্লগ। বিনে পয়সায় কত গল্প কবিতা পড়া হয়ে যাচ্ছে।
জব হয়ে যাবার পর অফিসে মাঝে মাঝে পড়ি, লেখা হয়না, কারন বাংলা টাইপটা শিখতে পারিনাই। পরে মাউস দিয়ে টাইপ করে করে লিখতাম কিছুদিন।
কিন্তু আঙ্গুলে ব্যাথা শুরু করার পর থামতে হল, কিন্তু তখন যে লেখার ইচ্ছাটা বাড়তে লাগল, বিনা পয়সায় বিনা খরচে নিজের লেখা অন্যকে পড়ানোর এই সুযোগ আর কই পাবো !!!!
সেই সাথে প্রিয় হয়ে উঠা ব্লগারদের সাথে থাকার লোভটাত আছেই । কেমন করে জানি অনেক গুলা আপন মানুস পেয়ে গেলাম, দুটা আড্ডাতে গিয়ে সেটা যেন আরও বেড়ে গেল। নতুন একটা জগৎ তৈরি হল। অনেক গুলো মানুষ, একটা মায়া ও আছে এখানে....... এক ধরনের অভ্যাস , ভাল লাগা ও বটে- প্রতিদিন ঢু মারা, সেই সাথে ভুলতে বসা বাংলা লেখাটা আবার ও চালিয়ে যাওয়া। ভার্সিটি ঢুকার পর থেকেত আর বাংলা লেখাই হতনা, এখন অফিসেও না !!!!
অবশ্য লেখা শুরু করি মাত্র অল্প কিছুদিন, তার আগে প্রিয় সব ব্লগারদের সাথে যোগাযোগের একমাত্র উপায় ছিল তোলা ছবি গুলো শেয়ার করা ।
শুরুতেই রেজিষ্ট্রেশন টা করি নিজের নামে। যতই দিন যায় মনে হয় কি ভুলটা করলাম। বান্দরামীতে আমিওত কম না। নিজের নাম দিয়া রেজিষ্ট্রেশন করায় আমি কেমন জানি সুশীল হয়ে গেলাম। মারামারি কাটাকাটি গালাগালি, শয়তানী কিছুই করতে পারিনা--আফসুস !!!!
মাঝে মাঝে এমন এমন সব লেখা আসে তখন মনে হয় "খালি পিডাইতে ইচ্ছা করে " নিকটা আমার হলে ভাল হত ।
কখনও কখনও ইচ্ছা করে চূড়ান্ত শয়তানী করতে - তখন মনে হয় "শয়তান" নিকটা হলেই ভাল হত।
স্বপ্নবাজ পোস্টগুলো দেখলে মনে হয় নিকটা আমার "দূরন্ত স্বপ্নচারী" হলে খারাপ হইতনা । মাঝে মাঝে ইচ্ছা করে যা মনে আসে তাই লিখে ফেলি, লেখা হয়না নিকটা তখন "ছন্নছাড়ার পেন্সিল" হলে মনে হয় ভাল হত ।
আমার প্যাশন বলি , শখ বলি সবই ঐ ফটোগ্রাফী -" ক্যামেরাম্যান" নিকটাইত ভাল হত !!! সাজি আপুর দেয়া "যাযাবর " নিকটাও দেখি কে যেন নিয়ে নিয়েছে। " আত্নভোলা" আমার চেয়ে বেশী কে আছে, কোন কাজ করতে গিয়ে অন্যমনষ্ক হয়ে যাওয়া আর কেউ ডাক দিলে চমকে উঠা "অন্যমনস্ক শরৎ " যে সেটাও নিয়ে নিয়েছেন ।
আমার "অলস ছেলে" টাইটেল টাও যে আর নেই। ঘুরে বেড়ানো যার প্রিয় কাজ "পল্লী বাউল" নিকটা হলে কতনা ভাল হত। ঘুমকাতুরে খালি আছে কিনা আর দেখা হয়নি।
এমনই আরও কত কত নিক। ব্লগবন্ধুদের ক্রিয়েটিভ নিক গুলো দেখে মুগ্ধ হই ।
শেষমেষ আমি আমার নিজের নিক নিয়েই খুশী থাকি । নিজেকে বলতে যাব ব্যাপারনা, তাকিয়ে দেখি এই "ব্যাপারনা" নিকেও একজন আছে।
সেই সাথে ইহা আমার ১৫০ তম পোস্ট ও বটে
হ্যাপ্পী ব্লগিং, ভাল কাটুক সবার সবসময়, সব দিন !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।