সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
আমি আর কোনদিন তোমাদের কানে
ভালোবাসি শব্দটি উচ্চারন করবোনা,
এই শহরের ইটের দেয়াল, পিচঢালা রাজপথ
ও হলদে ল্যাম্পপোস্ট স্বাক্ষী রেখে বলছি-
আর কোনদিন কোন নারীর দিকে বাড়াবোনা হাত
আর কোন দিন কবিতার সাদা মেঘের খাতায়
আকঁবোনা মোঘল শাহজাহানের শোককাঁথা।
এখন আমার ঘরের খুটিতে উইপোকাঁর বসতি
মরচে ধরা টিন বেয়ে নামে অঝোর বর্ষা,
অথচ মেঝের মাটিগুলো খরায় চৌচির
উল্টো হিসাবে উল্টে যায় সব চেনা পথ।
কোন পথে গেলে পাবো স্বপ্নের দরোজা?
লাঠি হাতে দাড়িয়ে আছে অচেনা দারোয়ান
আমারতো আমন্ত্রনপত্র নেই স্বপ্নের কক্ষে প্রবেশের,
বাউন্ডুলে জীবন জুড়ে শুধু ঝরা পাতা, শুধু ভুমি ক্ষয়।
আজীবন তাই দাড়িয়ে থাকি চৌকাঠে বহিরাগত হয়ে।
আমি আর কোনদিন স্বপ্নের সীমানায় প্রবেশের
ব্যর্থ চেষ্ঠা করে দরোজায় মাথা ঠুকবো না।
কছম বলছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।