Every emotion have a feelings. But every feelings have no emotion.
আজ দুপুর ২ টায় শেষ হচ্ছে ঢাকা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অনলাইন ভর্তি কার্যক্রম।
যারা এখনো মেইল করে আপনার ইনফরমেশন সাবমিট করেননি তারা অতি সত্তর নিচের ই-মেইলে আপনার ইনফরমেশন সাবমিট করুন। কারন সময় আজ দুপুর ২ টা পর্যন্ত। দুপুর ২ টার পর আর কোন ই-মেইল নেওয়া হবে না বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ও ভর্তির কার্যক্রম সম্পর্কে আগামীকাল রবিবার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
যেভাবে মেইল করবেন-
To: ,
Subject: Application for Admission at Dhaka College
Roll : 704211
Name : Md. Kamrujjaman
Merit List : 1313
Merit Score : 142.40
College Code : 6419
College Name : Dhaka College/Shahid Suhrawardy College
Chosen Subjects :1) English, 2) Chemistry, 3) Physics, 4) Mathematics, 5) Statistics
Best regards
Md. Kamrujjaman
(এই ফরমেটে আপনার ইনফরমেশন মেইল করুন দুপুর ২ টার আগেই।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।