১১১১১২২২২২২৩৩৩৩৩৪৪৪৪
বিশ্বকে প্রযুক্তির সঙ্গে পরিবর্তন করে ফেলা ‘ইন্টারনেট’ এবছর শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছে। খবর উইয়ার্ড অনলাইনের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, উইয়ার্ড সাময়িকীর ইতালিয় সংস্করণ নোবেল পুরষ্কারের জন্য ইন্টারনেটকে প্রস্তাব করে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, ইন্টারনেট শান্তিতে নোবেল পাবার মতো অনেক অবদানই রেখেছে। এটি যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সংলাপ, বিতর্ক ও জনমত ছড়িয়ে দিতে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
উইিয়ার্ড ইতালি তাদের এই উদ্যোগের পক্ষে সমর্থন তৈরি করতে ‘ইন্টারনেট ফর পিস’ নামে একটি প্রচারণা কর্মসূচিও চালু করে। এই প্রচারণা চলবে চলতি বছরের নোবেল পুরস্কার দেবার সময় পর্যন্ত। উইয়ার্ড ইতালি জানিয়েছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ইন্টারনেটের ভূমিকার কথা তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরবে
সুত্রঃ বিডিনিউজ২৪
সাময়িকীটির সম্পাদক রিকার্ডো রুনা জানান,‘ ইন্টারনেটকে একটি বড় সম্প্রদায় হিসেবেই বিবেচনা করতে হবে। এটি ধর্ম-বর্ণের ভেদ ঘুচিয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ সম্প্রীতি বাড়ায়। ইন্টারনেট জ্ঞান ও তথ্য আদান প্রদানে সাহায্য করে সংস্কৃতির বিকাশ করছে।
ইন্টারনেট তাই শান্তিতে নোবেল মনোনয়ন পাবার যোগ্য’।
উল্লেখ্য, কয়েক বছর আগে প্রভাবশালী পত্রিকা টাইম ‘পার্সন অফ দি ইয়ার’ হিসেবে জনমত তৈরিতে সবচেয়ে বড় অবদান রাখার জন্য ইন্টারনেট ব্যবহাকারীদের স্বীকৃতি দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।