আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির ঝোলায় আঁধারের গুঞ্জন

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

নিষুতি রাত আঁধারের উন্মত্ত একাকিত্বে ঘেরা চারিধার নিস্তব্ধ নিরালায় কয়েকটা জোনাকি দেখা যাচ্ছে আকাশে চাঁদ নেই, নেই কোন চেনাজানা তারা আঁধারের ফাঁকে ফাঁকে লুকানো কিছু অচেনা মেঘ ঝিঁ ঝিঁ পোকা ডাকছে নিশ্চুপ ঘর নিশ্চুপ আমি দেয়ালে সাদা রঙয়ের আঁধারি খেলা মনটা বিষন্ন খুব কিছু স্মৃতি কিছু কথারা ভাসছে উঁকি দিচ্ছে কিছু পুরোনো সুর পরিষ্কার শোনা যাচ্ছে বেহালার সেই করুণ সুর মুগ্ধতায় বিহবল আমি খুঁজছি শুধু সেই পুরোনো তোমায় স্মৃতির ঝোলায় পরম মমতায় পাইনা, কোথাও নেই পুরোটা ঘরে তন্নতন্ন করে খুঁজি কোথাও নেই তুমি তীব্র বিষাদে মনে কালো ছোপ ছোপ যন্ত্রণার দহনে পুড়তে থাকি একা একা ঢুকরে কেঁদে ওঠে ভেতরের সমস্তটা এভাবেই কাটে প্রতিটা রাত ভোর হয় একটু ঘুমোই না পেরে সারাদিন বাইরে বাইরে ঘুরি দিন শেষে সন্ধ্যায় বাড়ি ফিরি রাত হয় আবার সেই নিষুতি রাত তেমনি করে আবার তোমায় খুঁজে ফেরা পাইনা কোথাও আবার কান্নায় ভাসে বুক ঘরদোর সবকিছু একা একা নিষুতি রাতে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।