অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,
আমার ভাইয়ের রক্তে রাঙানো ..... এখন ফেব্রুয়ারী ।
না ১৯৫২ এর ফেব্রুয়ারী নয়......২০১০ এর ফেব্রুয়ারী ।
তবে আমার ভাইয়ের রক্ত ঠিকই রাঙিয়ে যাচ্ছে রাজপথ ।
সেদিন শত শত কিলোমিটার দূরের পাকিস্থানী হায়েনারা যখন আমার ভাইদের বুকে গুলি করে হত্য করেছিল,,,,এতটা বিস্মিত হইনি ।
আমরা তাদের আপন ভাবিনি কখনও,তারাও ভাবেনি ।
শক্তি আছে গুলি'তো তারা মারবেই!
কিন্তু আজ আমরা কাকে হত্যা করছি?
আমরা ভাইকে আমিই হত্যা করছি ?
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাল রেজাল্ট করে ভাল একটা ভবিষ্যতের স্বপ্ন দেখছিল,,তার রক্ত ঝড়েছে আবার আসল একুশ ।
এ খুনীরা কি পাকিস্থানী হায়েনাদের চেয়েও বড় হায়েনা ?
এমনও তো হতে পারত আমার ভাই আবু বকর কোন একদিন এই দেশের জন্য কোন গর্ব নিয়ে আসত ।
আবুবকরকে কোনদিন আমি চিনিনা ।
কিন্তু আজ যখন তার লাশের ছবি ব্লগে দেখলাম মনে হল সে আমার ভাই ।
নিজের আজান্তে চোখের পানি বয়ে গেছে ।
একজন ভাই হিসেবে আমার চাওয়া ছাত্রদল-ছাত্রলীগ,,সাদা-নীল বুঝিনা..
আমার ভাইকে যারা হত্যা করেছে,,,,তারা পাকিস্থানী হায়েনা...রাজাকার..আলবদরের চেয়েও খারাপ । ওরা আমাদের জাতি নয়।
আজ যারা খুনী,,তারা নিজ দেশে নিজ মেধাবী ছাত্রকে খুন করেছ ।
আমি এর বিচার চাই । নতুবা
আমার মত হাজার হাজার সাধারন ছাত্রদের একবারে মেরে ফেল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।