কেমন আছো কবি..
কেমন কাটছে দিন;
শুনেছি এখন তুমি
শুধু পেটের দায়ে সুদুর ইতালিতে...
কোন এক হোটেলে
নিচ্ছ মাছ কাটার ট্রেনিং...।
হায়রে কবি শেষ পর্যন্ত তুমি
কোন এক ডিস্কো বারে
মাতালের পাত্রে ঢেলে দিয়েছো সুরা!
বাংলার কবিতো এ সবে অভ্যস্থ নয়
তোমার বুঝি খুবই কষ্ট হয়!
ফিরে এসো কবি
এই বাংলার ধুলো মাটিতে
গড়াগড়ি দেই...
আবুল হোসেনের মতো
পাথর খেয়ে বেঁচে থাকার ট্রেনিং নেই।
শুনেছি আরো তুমি কালো বলে
ইতালির এক পার্কে
গণ ধোলাই দিয়েছে কজন মাতাল..
নিরবে তুমি তা সহ্য করেছো;
শুধু পেটের দায়ে ঘুরেছে
ইটালির পথে পথে।
ও পথ তোমার অজানা অচেনা
তার চেয়ে ফিরে এসো
এই বাংলার চিরচেনা
পথ ধরে ভিক মেগে মেগে
গাই বাউল গান...
একটি...দুটি অথবা তিনটি প্রান
নিঃসন্দেহে চলে যাবে।
ফিরে এসো কবি...
ও হাতে ইতালির দাসত্ব নয়
এই বাংলায়
এঁকে যাই মেহনতি মানুষের ছবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।