http://www.facebook.com/Kobitar.Khata
মনে করুন আপনি আমেরিকা গিয়েছেন। সেখানে কোন আমেরিকানের সাথে আপনার কথা হচ্ছে। আপনি খুব ভাল ইংরেজী জানা সত্ত্বেও ইংরেজীর সাথে কিছু কিছু বাংলা শব্দ মিশিয়ে কথা বলছেন। যেমন I have come to seek your advice একথা না বলে যদি আপনি বললেন আমি have come to seek your পরামর্শ। তখন ব্যাপারটি কেমন হবে? নিশ্চয় সে আপনাকে ব্যক্তিত্বহীন বা মুর্খ ভাববে তাই না? তাহলে কেউ যখন কোন বাঙ্গালীর সাথে কথা বলে এবং বাংলার সাথে ইংরেজী মিশিয়ে কথা বলে সে কেন ব্যক্তিত্বহীন, মুর্খ হবে না? এমনতো নয় যে, যার সাথে সে কথা বলছে সে বাংলা জানে না।
আমি বলছি না বিদেশি ভাষায় কথা বলা যাবে না। শুধু ইংরেজী নয়, যদি সম্ভব হয় আরো অনেক ভাষা শিখুন কোন অসুবিধা নাই। কিন্তু আপনি যার সাথে কথা বলছেন সে যে ভাষাটি বুঝতে পারে তার সাথে সেই ভাষাতেই কথা বলুন। আপনাকে একটি ভাষাতেই কথা বলতে হবে। আমি have come to seek your পরামর্শ টাইপের ভাষা তো কোন একক ভাষা হতে পারে না।
আর আপনি যে কোন একটি ভাষায় কথা না বলতে পারা তো সত্যিকার অর্থে মূর্খ লোকের কাজ।
আমাদের দেশে একটি ''কালচার'' চালু হয়েছে। সেটা হলো ইংরেজীর সাথে বাংলা মিশিয়ে কথা বলা ''স্মার্ট'' (ব্যাক্তিবান) লোকের কাজ। আবার কিছু লোক আছে না পারে ঠিকমত বাংলা বলতে না পারে ইংরেজী বলতে। বাংলার সাথে কিছু মুখস্ত ইংরেজী শব্দ যোগ করে তারাও ''স্মার্ট'' হতে চায়।
কি হাস্যকর ব্যাপার!
যারা ভাল ইংরেজী জানে এবং সত্যিকারের ব্যক্তিত্ববান তারা কখনই মিশ্র ভাষায় কথা বলে না। এমন হাজার হাজার লোক আপনি খুঁজে পাবেন যারা ভাল ইংরেজী জানা সত্ত্বেও মিশ্রভাষায় কথা বলেন না। মিশ্র ভাষায় যারা কথা বলে তাদের বেশীর ভাগই ভাল ইংরেজী জানে না। একটু পরীক্ষা করলেই তাদের ধরতে পারবেন।
কিছু বিদেশী শব্দ আছে যে গুলো ব্যবহার হতে হতে বলা যায় বাংলা ভাষারই অংশ হয়ে গেছে।
আমি বলছি না আপনি চেয়ারকে কেদারা বলেন, আমি বলছি না পানিকে জল বলেন। এগুলোকে সরানোর কোন উপায় নেই। কিন্তু কেউ যদি সচেতন ভাবে বাংলার সাথে অন্য ভাষার মিশ্রণ ঘটিয়ে কথা বলে তাকে ধিক্কার জানাই।
পৃথিবীতে আমরাই একমাত্র জাতী, যারা মাতৃভাষার জন্য রক্ত দিতে হয়েছিল। আমাদেরই মাতৃভাষার প্রতি আন্তরিকাতা বেশী থাকার কথা।
ভাষার প্রতি আন্তরিকতার জন্য, ভাষার প্রতি প্রেমের জন্য আমরাই পৃথিবীর অন্য জাতীদের কাছে অনুকরণীয় হওয়ার কথা। অথচ আমরা রফিক, শফিক, বরকতদের সেই অমূল্য আত্মদানকে এইভাবে প্রতিনিয়ত অবজ্ঞা করছি। আমাদের কি এই জন্য একটুও অনুতপ্ত হওয়া উচিৎ নয়? আমাদের আত্মদানকে সম্মান জানাতে ২১শে ফেব্রুয়ারীকে সারা পৃথিবীতে আর্ন্তজাতীক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। অথচ আজ আমাদের মাতৃভাষা মিশ্র হয়ে যাচ্ছে।
আসুন আমরা এই ভাষার মাস ফেব্রুয়ারী থেকে মিশ্র ভাষাকে ''না'' বলি।
মিশ্র ভাষাকে না বলার প্রতিজ্ঞা এই ফেব্রুয়ারী থেকে সামুর মাধ্যমেই শুরু হোক। আসুন ভাষার প্রতি আন্তরিক হই, মায়ের ভাষাকে ভালবাসতে শিখি। মায়ের ভাষায় কথা বলতে শিখি। ভাষা শহীদদের আত্মত্যাগকে সম্মান করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।