আমাদের কথা খুঁজে নিন

   

মেরে পালিয়ে গেল

দাঁত চেপে ধরেছে রক্তরা৤ কাকরাইল মোড় নিরাপদ নয় আমার জন্য? মানি না মানি না৤ কারণ আমি ভীত ছিলাম না৤ আমি ভীত নই৤ যারা আজ আমাকে মেরে গেল তারা কারা আমি জানি না৤ আমি কেবল তাদের চলে যাওয়ার গতিটাই টের পেয়েছিলাম চোখের সামনে৤ একটা গাড়ি এসে থামল পেছনে৤ আরেকটু খোলাসা করে কই শাহবাগ থেকে ছবির হাটের ভেতর দিয়ে কাকরাইল হয়ে ভোরের কাগজে যাব ভাবছিলাম৤ ভোরের কাগজ থেকে বাসায়৤ তো রওনা দিলাম৤ কাকরাইল এসএ পরিবহণের অপজিটে নূরজাহান আইরিশ নামের একটা বিল্ডিং আছে সেটা ক্রস করার সময় পেছন থেকে একটা গাড়ি এসে স্লো করলো এইটা টের পেলাম৤ আর সাথে সাথেই পেছন থেকে ৪/৫ জনের কিল ঘুষি৤ সর্বোচ্চ ৫/৭ সেকেন্ডের একটা ঘটনা৤ মুখ ঘুরাতেই ছেলেগুলো গাড়িতে উঠে বিদিক টান দিয়ে এগিয়ে গেল৤ নাম্বার প্লেটটাও দেখার সুযোগ পেলাম না৤ কি করি কি করি৤ এই মুহূর্তে পেছন থেকে এক পরিচিত ফটোগ্রাফার আমার হাত চেপে ধরে আমাকে আগলে ফেলল৤ কয়েক পথচারী দেখে দেখে গেল৤ কি ঘটলো কিছুই বুঝল না৤ আমি কেবল উদাস ভঙ্গিতে রাস্তার দিকে তাকিয়ে রইলাম৤ তাদের সাহস দেখে হতাশ হইলাম৤ আমাকে রক্তাক্ত করতে পারার দুঃসাহস তারা রাখে না৤ এরা সংঘবদ্ধ! এরা নিশ্চয় অন্যদের পেছনেও ঘুরছে৤ আমি দাঁত চেপে রাগ ধরে রাখলাম৤ গাড়িটার পেছনে দৌঁড়াতে পারলাম না বলে৤ ঘটনার তাৎক্ষণিকতা আমাকে স্তব্ধ করে দেয়৤ আমার চোখে ভাসে সহীহ শিবির নামা চিৎকার করে অসংখ্য মানুষের সামনে পড়ে যাচ্ছে সবে বাল গজাতে না গজাতেই পিতা হওয়া এক যুবক৤ তার আর কি আরাধ্য আছে চিৎকার করে শব্দ বলা ছাড়া৤ যে শব্দে শয়তানেরা সাবধান৤ যে শব্দে শিবিরেরা সাবধান৤ যে শব্দে জামাতেরা সাবধান৤ সাবধান অন্ধ উগ্র মৌলবাদীরা৤ এই মানুষ এই স্রোত এখন সময় ঘুরে দাঁড়াবার জামাত-শিবির-রাজাকার রুখে দেবার


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.