আমাদের কথা খুঁজে নিন

   

কোনটি পরিবর্তন করতে হবে-দলীয় গঠনতন্ত্র না সংবিধান?

ইসলামের আলোয় আলোকিত হতে চাই, যা ছাড়া অন্য কোন আলো নেই।

ধর্মভিত্তিক দশটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধান পরিপন্থী-নির্বাচন কমিশনে জমা দেয়া এসব দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে এমনটাই খুজে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয় সুত্র জানায়, এসব দলের গঠনতন্ত্রে আছে "আল্লাহ সুবহানাতায়ালা ছাড়া অন্য কাউকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে নেয়া যাবে না। কাউকে স্বয়ংসম্পূর্ন বিধানদাতা ও আইনপ্রনেতা বলে মেনে নেওয়া যাবে না। সেই সংগে আল্লাহ সুবহানাতায়ালার আনুগত্য ও কোরআনের ভিত্তিতে প্রতিস্ঠিত নয় এমন আইন মেনে নিতে প্রতি সদস্য অস্বীকার করবেন।

ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে জাতীয় ঐক্য সৃস্টিতে সবাই একযোগে কাজ করবেন"। গঠনতন্ত্রের এসব অংশ সংশোধনের জন্য দলগুলোর কাছে চিঠি পাঠাচ্ছে ইসি। আমার প্রশ্ন হলো, ১। আল্লাহ সুবহানাতায়ালা ছাড়া অন্য কেউ সার্বভৌম ক্ষমতার মালিক আছে কি? ২। আল্লাহ সুবহানাতায়ালা ছাড়া অন্য কাউকে স্বয়ংসম্পূর্ন বিধানদাতা ও আইনপ্রনেতা বলে মেনে নেওয়া যায় কি? ৩।

আল্লাহ সুবহানাতায়ালার অবাধ্যতা ও কোরআনের পরিপন্থী এমন আইন মেনে নিতে আমরা কি বাধ্য? একজন মুসলমান হিসেবে এই প্রশ্নগুলোর উত্তরে দ্বিমত পোষনের অবকাশ আছে কি? যদি না থাকে, তবে কোনটি সংশোধন করতে হবে, সংবিধান না আমাদের ধর্মীয় বিশ্বাস? একজন বিশ্বাসী মুসলমানের অন্তর আর বাহ্যিক বহিপ্রকাশ ভিন্নরূপ হতে পারে না। কেউ যদি অন্তরে বিশ্বাস করে একমাত্র আল্লাহ সুবহানাতায়ালাই সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি ছাড়া আর কেউ স্বয়ংসম্পূর্ন বিধানদাতা ও আইনপ্রনেতা নেই, তবে তাকে প্রকাশ্যেও এই ঘোষনা দিতে হবে। পরিস্থিতি তো আরও নাজুক, এখন, আমাদের ধর্মভিত্তিক দলগুলোকে (জামাআতে ইসলামী-ইসলামী আন্দোলন-খেলাফত মজলিশ, ইত্যাদি) আল্লাহ সুবহানাতায়ালার সার্বভৌমত্বের ঘোষনা প্রত্যাহার করতে হবে। আ লীগ-বি এন পি-জাতীয় পার্টিতে লক্ষ লক্ষ হাজী সাহেব, পাচ ওয়াক্ত নামাজী মুসলমানরা আছেন- তারাই বা আল্লাহ সুবহানাতায়ালার সার্বভৌমত্বকে কিভাবে অস্বীকার করবেন? আর দেশের কোটি কোটি মুসলমানরাই বা কিভাবে চুপ করে থাকবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.