আমাদের কথা খুঁজে নিন

   

সদ্য লেখা কবিতাটি


সরসিজ আলীম_এর কবিতা যাদু বাস্তবতার কবিতা আহা রিকশাটি দেখছে দেখো পাখিদের চোখে, পাখিদের চোখে দেখছে দেখো দুরের আকাশ; রিকশাটির হুড ফেলে দাও, চ’ড়ে বসবো রিকশাটিতে, চ’ড়ে বসবে আমাদের দৌড়ে যাওয়া, দৌড়ে আসা। চুলগুলো তাহার উড়ছে দেখো পাখিদের ডানায়, পাশের আসনখানে বসবো তাহার, হুড ফেলে দাও। পায়ের তলে তাহার পিছলে যাচ্ছে দুর ভুবনের পথ, দুর ভুবনে নারীর স্বভাবে গড়িয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, দুর ভুবনে ছুটে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে বন্ধ কুটুরীর মন। তাহার সাথে সারা পথে দৌড়ে যাচ্ছে পূর্বপুরুষ আমাদের, তাহাদের পিছে পিছে দৌড়াচ্ছে দেখো উদোম শরীর, আর হাঁপাচ্ছে আমাদের প্রথম যৌবন সকল যৌবন। ২৮.০১.২০১০, ঢাকা। (বাঙালি আর বাউল পরান থৈথৈ জল'' _এর পাণ্ডুলিপি বেশ আগেভাগে তৈরী হলেও সদ্য লেখা কবিতাটি আমার নিজের কাছে বেশ ভালো লাগছে বলে এই বইতে অর্ন্তভুক্ত করতে যাচ্ছি। বন্ধুরা, দেখেন আপনাদের ভালো লাগে কিনা!)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।