মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
ছিয়ানব্বই এর এক র্নিমোহ সন্ধ্যায়
হাতে এক পাহাড় বই নিয়ে
বিদায় দিতে হাজির হয়েছি
বইয়ের আড়ালে আমি ,
ওর মা বলল '' বোসো , ওকে ডাকছি ''
আমি বসে বসে ভাবছি
একটা তেতুল পাতায় নয়জন
একটা গাছে কয়টা পাতা হলে
এই জনগণের ভার , গাছের কান্ধে দেওয়া যায় ।
ঝুপ করে নামল
লোডশেডিং , মোম হাতে ঘরে ঢুকল সে ।
সদ্য স্নাত নারী ,
একটা পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কনুই ধরে
খাড়া ঢাল বেয়ে ,
কি ভয়ংকর এই বুঝি পড়ল।
কি অসাধারণ ভিসকোসিটি ছিল ফোঁটাটার
পড়ি পড়ি করেও , ঝুলে আছে ,
পড়ছি পড়ছি করে এখনও পড়েনি ।
নিমজ্জিত আমি সাঁতরানোর চেষ্টা ও করিনি ,
গা ছেড়ে দিয়েছি অতল গহীনের উদ্দেশ্যে
মোমের শিখাটাকে মুহু মুহু হুমকি দিচ্ছে ,
নিকষ কালো অন্ধকার
জড়িয়ে ধরে মারতে চায় ,
আমি আকণ্ঠ পান করে চলেছি অন্ধকার ।
'' এত বই নিয়ে কই যাস ? "
কি উত্তর দিয়েছিলাম আজ আর মনে নেই
শুধু মনে আছে ,
হরিশ দত্ত লেইন থেকে
পাঁড় মাতালের মত ঢুলতে ঢুলতে
বের হয়ে বলেছি , '' যাবেন , ময়লার ডিপো '' ।
মিকেল এনজেলোর বাতিল সনেটের রেজিস্টারে
নিজের নাম সর্দপে , র্সোপদ করলাম ।
৩০ শে মে, ২০০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।