আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কাজের বুয়া

ভাতের মজা কিছুতেই পাই না।

আমাদের কাজের বুয়া চলে নিজ বুঝে বাঝে সুযোগ পেলেই জিনিসগুলো কোমরেতে গুঁজে। দুই বেলা রাঁধে আর সবার আগে খায় সময় হওয়ার আগেই দৌড়ে বাড়ী চলে যায়। মেসের সকল মেম্বার মোরা ভাই ভাই সকলে মিলিয়া মোরা বুয়াকে কত যে বুঝাই। তেল, সাবান আর রাঙ্গা আলতা কত কিছু তার চাই কাপড় চোপড় ধুতে বললে উত্তর দেয়, “আমার সময় নাই” সপ্তাহে চারদিন করি মোরা বাজার সদাই ভাতের অভাব কভু হলে পরে চিঁড়া চিবিয়ে খাই। এত যে অভাব মোদের সব-ই জানে বুয়া তবুও নিত্য নতুন জিনিস কত, যায় শুধু খুয়া। লাভ নাই লাভ নাই গরীব মোদের মেস স্বভাবে চোর হয়ে তবে কেন বুয়ার ছদ্মবেশ!!! ভাব দেখে মনে হয় যেন তুলসি পাতা ধুয়া চোরা না শুনে ধর্মের কাহিনী শুনবে কি আমাদের বুয়া!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.