আমাদের কথা খুঁজে নিন

   

সমীকরণ । । রহমান হেনরী

বাঙলা কবিতা

প্রতিবেশী মেয়েটি তাকে ফোন করে, তোমাকে দেখে আমার চাঞ্চল্য হয়। সে বলে আমারও ... কাজেই একটা সমীকরণ হয়। কিন্তু প্রাক্তন কাজের মেয়েটি অসংকোচে জানায়, সাহেবের চরিত্র ভালো না। দেহলোকে দৃষ্টিপাত করে। মেয়েটি হাসে।

বলে, চরিত্র ভালো না হওয়া ভালো। তাতে একটা সমীকরণ হওয়ার সম্ভাবনা থাকে এবং তৎক্ষণাৎ সে চরিত্র বিষয়ে একটা রচনার সূত্রপাত করে— চরিত্র বেশি ভালো হওয়া ভালো না। তাতে বিড়ম্বনা হয়। বিপত্তি বাড়ে। চরিত্র ভালো হলে অবিবাহিত পুরুষও এমনকী যুবতীকেও মনোযোগ করে না।

না-পাত্তা দেয়। চরিত্র খারাপ হলে বিবাহিত পুরুষও যুবতী কিংবা অযুবতীরও দেহলোকে দৃষ্টিপাত করে ... দৃষ্টিপাতের শব্দানুষঙ্গে তার মস্তিষ্কে আরও আরও ‘পাত’ ধ্বনিত হয়। সুতরাং এটুকু রচিয়া তার দেহলোকে পুনঃ চাঞ্চল্য হয় এবং সে বিক্রিয়া ঘটাতে তৎপর থাকে। পরিশেষে পুলক লাভ করে। একদিন শোনা যায়, সে জননী হইয়াছে।

তাতে অনেকেই ঈর্ষান্বিত হয়। কেননা উহা একটি অর্জন এবং উহাতে একটা সমীকরণ হয় মর্মে জনশ্রুতি আছে ... জনশ্রুতি থাকা ভালো। তাতে সমীকরণ ও অভেদের পার্থক্য স্পষ্টতর হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।