আমাদের কথা খুঁজে নিন

   

সব কিছুই ঠিক করতে হবে এদেশের...

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

ঢাকা শহরের অলিগলিতে এমন রাস্তা অনেক পাওয়া যাবে যা মাঝে মাঝেই দখল হয়ে যায় স্বার্থপর লোক দ্বারা। নিচের ছবিতে যে রাস্তাটি দেখা যাচ্ছে, এ রাস্তাটি একইসাথে দুইভাবে দখল হয়ে গেছে। রাস্তার পাশে কোন এক ডেভেলপারের নির্মানাধীন বাড়ির বালি, রড, সিমেন্ট সব রাস্তায়ই ফেলে রাখা হয়েছে। এভাবে রাস্তার বেশ ক্ষানিক অংশ দখল হয়ে আছে গত কয়েক মাস ধরে। যতদিন না বাড়ির নির্মানকার্য শেষ হবে, ততদিন এভাবেই রাস্তা দখল হয়ে থাকবে।

আবার সামনে এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। এজন্যে রাস্তাটা তিনদিক দিয়ে বন্ধা করে দিয়েছে উৎসবমুখর পরিবারের লোকজন। গুলশান-২ এর সাথে সংযুক্ত এ ছোট্ট গলির রাস্তাটিতে রিকশা আর প্রাইভেট কার জাতীয় গাড়ির বেশ চাপ রয়েছে। অথচ কিছু ব্যক্তিবিশেষের লাভের জন্য সাধারন মানুষ দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে। এতো শুধু একটা ছোট্ট গলির কথা, এরকম উদাহরন উচ্চ মনুষ্যচাপের ঢাকা শহরে অজস্র।

যারা এভাবে নিজেদের স্বার্থের জন্য সাধারন মানুষকে কষ্ট দিয়ে থাকে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী। বিভিন্ন সমস্যায় জর্জরিত এদেশের সর্বস্তরে শৃঙ্খলা কায়েমের মাধ্যমে দেশকে অনেকদুর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হলেও পিছিয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.