পোষাক কারখানার শ্রমিকদের প্রতি
ফকির লীলা পাগলা ফজল
১।
আমাকে সুঁই মেশিনে সেলাই কর
আমি আগাগোড়া মার্কিন কাপড়, যেমন করে রুয়ে ফেলো পুঁই
বারীষ পেলে লকলকায়..... তেমন করে আমার দেহের জমিন
চারপাশেতে সেলাই করে চোখে চোখে দিলে সুঁই
অনেক অঝোর কান্নাক্লান্ত ক্ষণে
আকাশ যখন বাজে নিজের বৃষ্টি চয়নে
তোমার চোখের জমানো শিশিরে
যায় ভিজে যায় আমার মানব লতা
সুঁই মেশিনে আমায় বস্ত্র কর,
কোন বিধানে আমার আংগুলগুলো, এমন করে শিল্প বুনে চলে
মরা মেশিন ঘুমায় পড়ে পড়ে
আমার পেশি হয়নি কভূ ঘুমকাতুরে
প্রথম যখন ঢাকায় আসি
কারখনার এই আতুরঘরে
তখন আবু কারখানা সব আমার শ্রমে বেড়ে ওঠে
২।
আজকে আমি ফিরবো তাড়াতাড়ি
দোমনা ভাব কাটিয়ে উঠে সময় নিয়ে কাড়াকাড়ি
আমি শুনি আমার ঘরে কেবল গুমরে আহাজারি
আমার গোমর আমার ভেতর,
ফুলকে আমি ফুলকি ভেবে হাত সরিয়ে নেই
যদিও ধরি, হাতে আমার অবশ মেশিন বোধ
তোমার ছোঁয়ায় শিউরে ওঠা এই কপালে নাই
আজকে আমি ফিরবো তাড়াতাড়ি
সময় নিয়ে খেলছি আমরা, সময় নিয়ে কাড়াকাড়ি
আমি শুনি আমার ঘরে আগুন লেগে সব পুড়েছে
৩।
আজকে রাজা আসবে নাকি, রাজার পোষাক
আমরা সেলাই।
যেমন করে সেজেছিলাম প্রথম শাদীর রাতে
অস্তাচলের আভা ঠোঁটে মাখি
প্রজাপতি রঙের শাড়ি পরে, আমার ঘড়ির টিকটিকানি গুনি
রঙে ঢাকি মুখের জ্বালামুখ
আমার দেহের দখল যারা নেয়
তাদের উপর বজ্র পড়ুক । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।