সত্যের চেয়ে অপ্রিয় আর কিছু নেই
সময়ের পালাবদলে আমাদের দেশেও খণ্ডকালীন কাজের ক্ষেত্র দিন দিন বাড়ছে। দেশ জুড়ে এখন মেলার মৌসুম। অবশ্য রাজধানীতে সারা বছরই কোনো না কোনো মেলা হয়ে থাকে। দেশি বা আন্তর্জাতিক এসব মেলায় খণ্ডকালীন কাজের সুযোগ থাকে। মেলার স্টল বা প্যাভিলিয়নে ক্রেতার সামনে পণ্য বা সেবার পরিচিতি তুলে ধরতে বিভিন্ন প্রতিষ্ঠান 'ব্যান্ড প্রোমোটার' নিয়োগ করে।
সাধারণত বিশ্ববিদ্যালয় বা কলেজপড়ুয়া শিক্ষার্থীরা খণ্ডকালীন এ কাজটি করে থাকেন। স্টল বা প্যাভিলিয়নে একই রকম পোশাক পরিহিত এমন আকর্ষণীয় ছেলেমেয়ে সবার নজর কাড়ে। সদাহাস্যোজ্জ্বল এসব তরুণ-তরুণী খুবই আন্তরিকতার সঙ্গে প্রচারণার কাজটি করেন। পড়াশোনার পাশাপাশি অর্থ আয় ও অভিজ্ঞতা অর্জনের নতুন পথ খুলে দিয়েছে ব্র্যান্ড প্রোমোটরের এ কাজটি।
সামিমা ইয়াসমিন ইডেন থেকে অ্যাকাউন্টিং-এ অনার্স শেষ করেছেন।
গত ৬ বছর থেকে তিনি বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড প্রোমোটর হিসেবে কাজ করছেন। সম্প্রতি শেষ হওয়া রিহ্যাব ফেয়ারে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, মেলা শুরুর সপ্তাহ খানেক আগে একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে তার জীবনবৃত্তান্ত জমা দেন। পরে সাক্ষাৎকারের মাধ্যমে ওই প্রতিষ্ঠান তাকে নির্বাচিত করে। যেহেতু কাজটি দুই শিফটে করা হয়, ফলে শিফট ভাগ করে নিলে পড়াশোনারও তেমন ক্ষতি হয় না।
তাছাড়া এই কাজের সুবিধা হলো, এর মাধ্যমে পরিচিতি পাওয়া যায়।
পড়াশোনার পর চাকরি পাওয়াও অনেকটা সহজ হয়। আর আয়ও মন্দ নয়। একজন ব্র্যান্ড প্রোমোটর কাজের ক্ষেত্র ভেদে প্রতিদিন ৩’শ থেকে ২ হাজার টাকা আয় করেন। এ কাজের ব্যাপারে বিভিন্ন পরামর্শ পাওয়া গেল কয়েকটি কোম্পানির ব্র্যান্ড কর্মকর্তাদের সাথে কথা বলে।
তারা জানালেন, ব্র্যান্ড প্রোমোটর কথাটি নতুন হলেও অনেক আগে থেকে এ পেশার সঙ্গে এদেশের মানুষ পরিচিত। তবে বর্তমানে নতুন নতুন পণ্যের ফলে এ পেশার সঙ্গে মানুষের সংশ্লিষ্টতা দিন দিন বাড়ছে। শিক্ষার্থীরা খণ্ডকালীন এ পেশায় কাজ করতে বেশি আগ্রহী হয়ে উঠছে।
সাধারণত মেলা কত দিন চলবে এর ওপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হয়ে থাকে। সাধারণত এক মাস বা পনের দিনের জন্য ব্র্যান্ড প্রোমোটর নিয়োগ করা হয়।
কলেজ, বিশ্ববিদ্যালয় বা তরুণ-তরুণীদের সমাগম বেশি এমন স্থানেই এ কাজের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। অনেক ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়ার আগমুহূর্তে তাদের ধৈর্যশীলতা পর্যবেক্ষণ করা হয়। আমাদের দেশে এশিয়াটিক, মার্কেট এক্সেস, বেঞ্জ মার্ক, ইন্টাস্পিডসহ বিভিন্ন প্রতিষ্ঠান খণ্ডকালীন এ কাজের নিয়োগ দিয়ে থাকেন।
মেলা চলাকালীন যারা সততা, দক্ষতা ও একনিষ্ঠতার পরিচয় দিতে পারেন, ভবিষ্যতে তাদেরই পুনর্নিয়োগ দেওয়া হয়। বিপণনের সঙ্গে এ পেশা বেশি সম্পর্কিত।
ফলে এ বিষয়ে অধ্যয়নরতরা খণ্ডকালীন পেশা হিসেবে এ কাজ করলে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে অনেক অগ্রাধিকার পান। খণ্ডকালীন এ কাজ করতে চাইলে বিজ্ঞাপনের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেওয়া যেতে পারে। খণ্ডকালীন এ পেশা কাজের নতুন ক্ষেত্র তৈরি করছে।
বাড়তি যোগ্যতা
০ অবশ্যই চৌকস ও ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে।
০ সাবলীল ও সুন্দর করে কথা বলা জানতে হবে।
০ ইংরেজি ও কম্পিউটারে পারদর্শী হতে হবে।
০ মানুষকে প্রভাবিত করার ক্ষমতা থাকতে হবে।
০ নিজেকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে।
০ যে ব্র্যান্ডের প্রোমোটর হিসেবে কাজ করবেন, সেই ব্রান্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও সঠিক তথ্য জানতে হবে।
------
ইত্তেফাকে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।