আমাদের কথা খুঁজে নিন

   

তারার মেলায় ‘এই আমি’

দশটায় ক্লাস, জ্যামের কারনে দশটা বেজে পাঁচ। তাড়াহুড়া করে নেমেই দেখি শহিদ মিনারের সামনে প্রচণ্ড ভীড়। বড় বড় দুইটা ক্রেনে দুই ক্যামেরাম্যান। ভাবলাম হয়ত নাটক-সিনেমার শুটিং চলছে। একটু ভাবতেই বুঝে গেলাম তারেক মাসুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই এই ভিড়।

অনেক বড় জটলা কিন্তু থমথমে পরিবেশ। একটু সামনে আগাতেই চোখ ছানাবড়া। জীবন্ত প্রায় সব কিংবদন্তীরা হাজির। ভীষণ উত্তেজনা ভিতরে। উত্তেজনা চেপে রাখতে হল কারন সবাই তো মর্মাহত।

যাদেরকে দেখলাম লিস্ট দেখলে আপনারও আফসোস হবে। শুরুতেই দেখা হল সৈয়দ সামসুল হকের সাথে। তারপর একে একে ডঃ আনিসুল হক, মহাদেব সাহা,আসাদুজ্জামান নুর, জয়া আহসান, জাহিদ হাসান, শমী কায়সার, রহমত আলীসহ আরও আরও অনেকে। রাজনীতিবিদদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়মী লীগের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, সাবেক আইনমন্ত্রী আমীর খসরুসহ আরও অনেকে। একজন কীর্তিমানের প্রতি হাজার গুণীজনের এমন শ্রদ্ধা নিবেদন করতে দেখে সিদ্ধান্ত নিলাম অনেক বড় হতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।