আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাঙের সর্দি

আপাতত ঘুরপাক খাচ্ছি!
একযে ছিল কোলা ব্যাঙ মিটু মিয়া তার ডাক নাম নয়াগাঙে সে খায়-দায় অবসরে পাড়ে ঘুমায়। চিৎকারে তার নেই জুড়ি পড়শীদের কানে অঙ্গুলি অঙ্গুলি আলগা হলেই কানপর্দা এই গেল বলে। পড়শীরা বেশ সংশয়ে এ রহস্যের কারণ খোঁজে খুঁজে পায় তারা উদ্দেশ্যটি পাশের বাড়ির ভেক মন্টি। আষাঢ় মাসের আগমনে গাঙের পানি উপচে পড়ে মিটু মিয়ার টনক নড়ে কোনসে দূরের সন্ধ্যাগাঙে। নয়াগাঙের পড়শীবৃন্দ সবাই এখন কাঁদো কাঁদো মন্টির চোখে আজ শূণ্যতা কভূ যদি মিলে তার দেখা। মাস কয়েকের ব্যবধানে জোয়ারের পানি গেল সরে মিটু সন্তর্পনে ফিরে আসে নয়াগাঙে বেশ ধারে কাছে। নয়াগাঙে আজ খুশীর জোয়ার খুলে গেল মিটু-মন্টির দুয়ার পড়শীদের আনন্দ উল্লাসে মিটু-মন্টি গাইছে হেসে হেসে। কার্টুন: গুগলী মামীর দোকান থেকে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।