আমাদের কথা খুঁজে নিন

   

কুনো ব্যাঙের দেশে

যাযাবর বনের সবাই নির্বাচন চাচ্ছে। বাঘের একক কতৃত্ত আর কেও মানছে না। যখন খুশী একে ধরো ওকে মারো... মগের মুল্লুক নাকি?? বাঘও সবার আন্দোলনের মুখে একদম কোণঠাসা। ছাইরা দে মা কাইন্দা বাঁচি অবস্থা! শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল একজন নির্দলীয় নিরপেক্ষ পশুর অধীনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বনের রাজা নির্বাচিত করা হবে। এখন নির্দলীয় নিরপেক্ষ পশু কই পাই? সবাই তো রাজা হতে চায়! কেও কাউকে বিশ্বাস করে না, এই নিয়ে বনে চরম বিশৃঙ্খলা।

অবশেষে পাশের বন থেকে একটা চামচিকাকে ধরে আনা হোল নির্বাচন পরিচালনার জন্য। নির্বাচন উপলক্ষে বনে একদম সাজ সাজ রব। হাতি-ঘোড়া, বাঘ-সিংহ, শিয়াল-কুকুর সব প্রস্তুত। কিন্তু নির্বাচন শেষে যখন ফলাফল ঘোষণা করা হোল তখনতো সবার মাথায় হাত। বনের রাজা কিনা কুনো ব্যাঙ! জঙ্গলের ডোবা-নালার মধ্যে লাখ লাখ কুনো ব্যাঙ যে ঘাপটি মাইরা পইরা ছিল তার খবর কেউ রাখে নাই।

কুনো ব্যাঙ রাজা হওয়ার কিছুদিনের মধ্যেই পুরা জঙ্গলরে একদম ডোবা-নালায় পরিণত করে ফেলল। কুনো বাঙদের আনন্দের আর সীমা নাই। বাকি পশুরা আর কি করবে? জঙ্গল ছেড়ে তো কোথাও যাওয়ার জায়গাও নাই। তাই সেই ডোবা-নালাতেই সবাই গলা জড়াজড়ি কইরা পইরা থাকে আর মনের দুঃখে গান গায় " আগে কি সুন্দর দিন কাটাইতাম"। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.