আকাশ ছোঁয়ার সপ্ন দেখি-------------- আকাশ ছোঁয়া সপ্ন
আমার হাতে একটি বই এসে পরেছি। কিভাবে এসেছে ঠিক জানি না। তবে মনে হয় গ্রামের বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে এসে কেউ ফেলে রেখে গেছে।
আমি ঐ বইটি উল্টাতে উল্টাতে পুরা টাশকি খাইয়া গেছি। একটা জ্ঞানী পুস্ট পুস্টাইবার লোভ সামলাইতে পারলাম না।
কেউ মাইন্ড খাইয়েন না কইলাম । আমার কুনো দোষ নাই। এই পোস্টে ব্রাকেটে উল্লেখিত লেখাগুলি আমার কথা।
হাঁচির ফলাফল।
কোন শুভ কাজ উপলক্ষে কোথাও রওনা হইবার সময় অথবা কোন শুভ কাজ উপলক্ষে কথাবার্তা বলিতে যাইবার সময় কেহ কেহ হাঁচি দেওয়াকে অমঙ্গল মনে করিয়া থাকে।
কিন্তু এই হাঁচির মধ্যেও আল্লাহতায়ালা তাহার বান্দার মঙ্গলামঙ্গলের একটা গুরুত্বপূর্ন ঈঙ্গীত দিয়া রাখিয়াছেন। তাই নিম্নে হাঁচির ফয়াফল দেয়া হইলো।
পূর্ব দিকে হাঁচি পড়িলে কার্য সফল হইবে।
পশ্চীমদিকে হাঁচি পড়িলে অশুভ লক্ষন।
দক্ষিন দিকে হাঁচি পড়িলে সেই কাজ ক্ষতিগ্রস্থ হইবে।
উত্তরদিকে হাঁচি পড়িলে সত্বর বাসনা পূর্ন হইবে।
ঈশান কোনে হাঁচি হইলে ভাল কাজ করিতে যাইয়া মন্দ হইবে।
অগ্নি কোনে হাঁচি হইলে উদ্যাম ও পরিশ্রম বৃথা যাইবে।
নৈঋত কোনে হাঁচি পড়িলে আরম্ভ কাজে ক্ষতি গ্রস্থ হইবে।
বায়ু কোনে হাঁচি হইলে ঋতদ্রব্য পুনরায় ফিরিয়া পাইবে।
(দয়া করিয়া পাঠকগন আমাকে কোন দিকে কিভাবে হাঁচি দিলেন তা নিজ দায়িত্বে বুঝিয়া লইবেন। আমাকে জিজ্ঞাসা করিবেন না এবং ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু কোণ কোন দিকে অবস্থীত তাহা জিজ্ঞাসা করিবেন না। কারন আমি নিজেই জানি না। )
অবশ্য নিম্নলিখিত ৭টি স্থলে হাঁচির কোনই গুরুত্ব বা ফলাফল নাই,যথা---
১। রওনা হবার পর পথি মধ্যে।
(কারন বাস ,ট্রেন বা লঞ্চ আপনার জন্য ব্যাক করবে না। )
২। এবাদত বন্দেগী বা দান খয়রাত করার সময়। ( দান না পাইলে লেখক বাবাজি কি খাইয়া বাঁচিবেন)
৩। পোশাক পরিবার সময়।
(পোশাক না পরিয়া বাহির হওয়া নাউজুবিল্লা)
৪। পানাহার করিবার সময়। (খাবার সময় ধর্মের কথা শুনে পাগলে)
৫। প্রস্রাব, পায়খানা করার সময়। ( না কইরা কই যাইবো)
৬।
বিবাহ শাদীর সময়। (বিয়া বইলা কথা)
৭। বৃদ্ধ, শিশু বা সর্দিকাশি আক্রান্ত ব্যাক্তির হাঁচির।
গৃহপালিত পশু, বিষেষতঃ গরুর হাঁচি বা কাশিরও যথেষ্ট গুরুত্ব রহিয়াছে। ইহাতে লাভের কোনই আশা নাই বরং ক্ষতির যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে।
গরুর হাঁচি বা কাশি অত্যন্ত সাংঘাতিক বাধা। এ বাধা অতিক্রম করিয়া কাজ করিলে ক্ষতি বা বিপদ অনিবার্য। (ভাগ্যিস গরু পালি না। ঢাকা শহরে গৃহপালিত কিছু নাই বইলাই বোধ হয় এখনও টিক্কা রইছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।