প্রতিদিনি চিন্তা করি কাল থেকে সব নতুন করে শুরু করব কিন্তু কাল আর আমার জীবনে আসেনা
অনার্স ডিগ্রিকে ইঞ্জিনিয়ার ডিগ্রি করার দাবিতে গণিত বিভাগের শিক্ষার্থীরা আজ সকাল থেকে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের আস্থায়ী ক্যাম্পাস টিচার্স ট্রেনিং কলেজ,রাজাপুর,পাবনা এর সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।তারা তাদের বিভাগের বর্তমান নাম পরিবর্তন করে APPLIED MATH AND SOFTWARE ENGINEERING করার দাবি জানায়।
উপাচার্য ডঃ মোহাম্মদ মোজাফফর হোসেন আসলে ছাত্ররা তাদের দাবির কথা তাকে অবহিত করেন।
সবকিছু শুনে উপাচার্য মহোদয় ছাত্রদের দাবিকে অযৈাক্তিক উল্লেখ করেন।গাধা আর ঘোড়ার সংকরের ফলে খচ্চর উতপন্ন হওয়ার উদাহরন টেনে তিনি বলেন এটা সম্ভব নয়।
সব শুনে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে।
উল্লেখ্য গত বছরে ৪ টি বিভাগে ৫০ জন করে মোট ২০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।এ বছরে বিভাগ প্রতি ১০ টি করে আসন বাড়িয়ে ২৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করান হয়।
বিভাগসমূহঃ
1. COMPUTER SCIENCE & ENGINEERING
2.ELECTRICAL & ELECTRONIC ENGINEERING
3.BBA
4.MATH
CSE এবং EEE বিভাগকে প্রথমে অনার্স ডিগ্রি দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের সিধান্ত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।