১১ জুলাই ২০০৭ থেকে ২১ শে জানুয়ারী ২০১০ - ২ বছর ছয় মাস ১০ দিন।
আমাদের ব্যাটিং জিনিয়াসের অবস্থা কি?
আড়াই বছরে ২৭ ইনিংসে সেঞ্চুরী ১ টি, ১০১ রানের, কোন ফিফটি নেই।
০-৫ করেছেন- ১২ বার
৬-১০ করেছেন- ২ বার
১১-১৫ করেছেন-৩ বার
১৬-২০ করেছেন-১ বার
২১-২৫ করেছেন-৩ বার
২৬-৩০ করেছেন-২ বার
৩১-৩৫ করেছেন-২ বার
৩৬-৪০ করেছেন-০ বার
৪১-৪৫ করেছেন-১ বার
৪৬-৫০ করেছেন-০ বার
এমন অবস্থা হয়েছে, যে ওকে নিয়ে কথা বলতেও আজকাল ইচ্ছা হয় না।
বাংলাদেশ দলে যদি ওর রিপ্লেসমেন্ট পাওয়া এতই কঠিন হয় তবে আমাকেই ডাকা হোক। এর চাইতে খারাপ করাটাও অনেক কষ্টকর হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।